ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

অনলাইনে ঘরে বসেই ইংরেজি শেখার সহজ ব্যবস্থা

ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করলো ‘ফ্লুয়েন্ট ফোকাস’

আব্দুন নুর আজাদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঠাকুরগাঁও 

প্রকাশিত: ১২:০৮, ২৭ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করলো ‘ফ্লুয়েন্ট ফোকাস’

‘ফ্লুয়েন্ট ফোকাস’

ইংরেজি শেখার পথকে সহজ ও কার্যকর করতে ঠাকুরগাঁও থেকে যাত্রা শুরু করলো নতুন অনলাইন ভাষা শিক্ষা প্ল্যাটফর্ম ‘ফ্লুয়েন্ট ফোকাস’। এই অ্যাপটি শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং ভাষা অনুশীলনে আগ্রহীদের জন্য হয়ে উঠতে পারে একটি নির্ভরযোগ্য সহচর।

গত ১০ জুলাই (বৃহস্পতিবার) শহরের লারোজা রেস্টুরেন্টের হলরুমে এক জমকালো আয়োজনে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা ও প্রযুক্তি খাতে যুক্ত একদল তরুণ উদ্যোক্তা ও কন্টেন্ট নির্মাতা।

প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মলিন চন্দ্র রায় বলেন, “আমরা এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে ঘরে বসেই মুঠোফোনে ইংরেজি শেখা যাবে। আমাদের অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস, ইন্টার‌্যাকটিভ কনটেন্ট ও বাস্তবভিত্তিক অনুশীলনের সুযোগ থাকছে।”

তিনি আরও জানান, এখনই গুগলে গিয়ে এই লিংকে—
👉 https://fluent-focus-app-download.netlify.app
সার্চ দিলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। খুব শিগগিরই গুগল প্লে স্টোরেও পাওয়া যাবে অ্যাপটি।

এই প্ল্যাটফর্মে থাকছে উচ্চারণ শুদ্ধিকরণ, গ্রামার চর্চা, কথোপকথন, একাডেমিক প্রস্তুতি ও চাকরি ইন্টারভিউর জন্য আলাদা কোর্স। “ইংরেজি শেখা এখন সময়ের চাহিদা। আমরা সেই চাহিদার আধুনিক ও সহজ সমাধান দিতে চাই,” বলেন মলিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিটিও জ্যোতির্ময় রায়, কো-ফাউন্ডার তুলসী বর্মন, ইংরেজি শিক্ষক রতন ও নুরুজ্জামান, কন্টেন্ট ক্রিয়েটর সুজন পাহান আবিড়, হিমাদ্রি চন্দ্র রায়, রিদয় চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রহিত রায় ও মিজানুর রহমান রানা।

‘ফ্লুয়েন্ট ফোকাস’ শুধু একটি অ্যাপ নয়—এটি ডিজিটাল যুগে ইংরেজি শেখার জন্য এক আধুনিক ও বাস্তবমুখী সহযাত্রা।

তাসমিম

×