ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

কেন যুদ্ধে জড়ালো থাইল্যান্ড ও কম্বোডিয়া?

প্রকাশিত: ১৫:৩৫, ২৭ জুলাই ২০২৫

কেন যুদ্ধে জড়ালো থাইল্যান্ড ও কম্বোডিয়া?

ছবিঃ সংগৃহীত

সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে এ দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনার পেছনে রয়েছে উভয় দেশের রাজনৈতিক সংকট ও আসন্ন অর্থনৈতিক চাপ থেকে মনোযোগ সরানোর চেষ্টা।

প্রায় ৮১৭ কিলোমিটার দীর্ঘ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে বহু বছর ধরেই বিরোধ চলে আসছে। ফ্রান্স প্রথমবার এই সীমান্ত নির্ধারণ করলেও তা নিয়ে দুই দেশের মধ্যে বারবার সংঘাত হয়েছে। সীমান্তের মালিকানা নিয়ে জাতীয়তাবাদী আবেগ উসকে দিয়ে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার সূচনা ঘটে গত মে মাসে, যখন দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হন। এরপর থেকে পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করে উভয় দেশ। থাইল্যান্ড সরকার সীমান্তে বিধিনিষেধ আরোপ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি বন্ধ করে দেয়, থাই সিনেমার সম্প্রচার ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে।

সবচেয়ে তীব্র সংঘাত ঘটে গত বৃহস্পতিবার। অভিযোগ রয়েছে, থাইল্যান্ড কম্বোডিয়ার একটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যার জবাবে কম্বোডিয়া রকেট ও গোলা নিক্ষেপ করে। এর ফলে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে থাই সামরিক বাহিনীর পাঁচ সদস্য আহত হন। এখন ওই অঞ্চলের সাধারণ মানুষ নিরাপত্তার কারণে সীমান্ত এলাকা ছাড়তে শুরু করেছেন।

উভয় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও উত্তেজনা বৃদ্ধির একটি বড় কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। কম্বোডিয়ায় প্রায় চার দশক ধরে শাসন করছেন প্রধানমন্ত্রী হুন সেন, যিনি একনায়কতান্ত্রিক শাসনের অভিযোগের মুখে রয়েছেন। অন্যদিকে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাউত্রা সম্প্রতি হুন সেনের সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর বাধ্য হন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, সীমান্ত সংকটটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ উভয় দেশই আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ৩৬ শতাংশ শুল্কের মুখোমুখি হতে চলেছে। এই শুল্ক তাদের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে। অনেকেই মনে করছেন, এই অর্থনৈতিক চাপ থেকে জনগণের দৃষ্টি সরাতেই সরকারগুলো সীমান্ত ইস্যুকে সামনে নিয়ে এসেছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/x_Ro93v1O74?si=9KYbHxFk1VpcB5Uz

 

মারিয়া

×