
ছবি: দৈনিক জনকন্ঠ।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনা পুরোনো ফ্যাসিবাদী সরকারের ভুলত্রুটির বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। রবিবার (২৭ জুলাই) সাভারে গণ বিশ্ববিদ্যালয় কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত "স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে" প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুরোনো বিমান দিয়ে প্রশিক্ষণ পরিচালনা করার মধ্য দিয়ে বুঝা যাচ্ছে ফ্যাসিবাদী কাঠামো বা ব্যবস্থা এখনো বিদ্যমান।
উপদেষ্টা ফরিদা আখতার আরো বলেন, বর্তমান সময়ে আমরা একটা সংগ্রামের মধ্য। দিয়ে যাচ্ছি, তবে এ সংগ্রাম জনগণ বনাম সরকার নয়। বর্তমান সময়ে অনেক আন্দোলনের সূত্রপাত হচ্ছে আমরা সেগুলো সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করছি। আমরা চাইছি না বর্তমান সরকারের আমলে জুলাই এর মতো রক্তপাত ও প্রাণহানি হোক। এ কারণে এ সরকারকে অনেকেই দুর্বল মনে করছে।
তিনি জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকায় গর্ববোধ করেন এবং এ আন্দোলনে নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। ৫ আগস্টের পর জুলাই-এ নেতৃত্বদানকারী নারীরা হারিয়ে যাচ্ছেন বলেও তিনি দুঃখ প্রকাশ করেন।
উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আন্দোলন চালিয়ে যেতে হবে। বর্তমান সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিলে আমরা অবশ্যই তা মাথা পেতে নেবো। সরকার চাইলেও অনেক কিছু করতে পারছেনা তবে চেষ্টা করছে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেয়ার জন্য। গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচ ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধারা তাদের আন্দোলনের নানা ঘটনার ও বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগ্রামী ভূমিকা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মিরাজ খান