
ছবি: সংগৃহীত।
নড়াইলের লোহাগড়ায় পরকীয়ায় অতিষ্ঠ হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে রুমা বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আহত স্বামী বিল্লাল শেখ (৩৩) বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিল্লাল শেখ ওই গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।
স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানান, দশ বছর আগে বিল্লাল ও রুমার বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে স্বামীর পরকীয়ায় বিরক্ত ছিলেন রুমা। শনিবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে রুমা বটি দিয়ে তার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেন। চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে বিল্লালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত বিল্লাল শেখ অভিযোগ করেন, “রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুম ভেঙে দেখি, রুমা বটি দিয়ে আমার পুরুষাঙ্গে কোপ মারছে। ঠেকাতে গিয়ে হাতেও আঘাত পাই।” তিনি পরকীয়ার অভিযোগ অস্বীকার করে জানান, “সে (স্ত্রী) বিনা কারণেই এমন করেছে। আমি এর বিচার চাই। মামলা করবো।”
তবে স্থানীয়রা বলছেন, বিল্লাল প্রায়ই স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন এবং পরকীয়ায় লিপ্ত ছিলেন বলে এলাকাজুড়ে গুঞ্জন রয়েছে। এসব কারণেই রুমা ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছেন বলে তাদের ধারণা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নুসরাত