ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বাস্তবতার নিরিখে বাজেট প্রণয়ন করা উচিত বিআইডিএস মহাপরিচালক

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:০৫, ২৭ জুলাই ২০২৫

বাস্তবতার নিরিখে বাজেট প্রণয়ন করা উচিত বিআইডিএস মহাপরিচালক

বাস্তবতার নিরিখে বাজেট প্রণয়ন

গবেষণা সংস্থা বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এ. কে. এনামুল হক বলেছেন, বাস্তবতার নিরিখে বাজেট প্রণয়ন করা উচিত। সরকারি ব্যয়ের মান উচ্চমানের হওয়া প্রয়োজন। রবিবার বিইউবিটির সেমিনার হলে উপাচার্য বক্তৃতা সিরিজে বক্তৃতা প্রদানকালে তিনি শিক্ষা ব্যয়ের মধ্যে খেলাধুলা, হজ, পারমাণবিক ইত্যাদি ব্যয়কে একসঙ্গে ধরা কতটুকু যৌক্তিক সেটি নিয়েও প্রশ্ন করেন।

তিনি বলেন, দারিদ্র্য হ্রাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এনবিআরের বিভাজন অপরিহার্য : এক অংশ কাজ রাজস্ব নীতি প্রণয়ন করবে, অন্য অংশ সেটি বাস্তবায়ন করবে। ধনী ব্যক্তিরা কর দেয়নি। ১৮ কোটি মানুষের মধ্যে মাত্র ২৩ লক্ষ মানুষ কর দেয়। জাতীয় বাজেটে বেসরকারি খাতের কর্মসংস্থানের ওপর জোর দেওয়া উচিৎ। 
বেসরকারি খাতে বিনিয়োগর নিরিখে অধ্যাপক হক বলেন, যেহেতু বিগত বছরগুলোতে ব্যাংকের মুনাফা বিনিয়োগ মুনাফার চেয়ে বেশি ছিল, তাই ব্যাংকের হার আকাশছোঁয়া বৃদ্ধি পেয়েছিল, যা ব্যাংকিং খাত থেকে চুরির অন্যতম কারণ। তিনি বলেন, একটি কোম্পানির কর কর্তনের জন্য গবেষণা ও উন্নয়ন বাধ্যতামূলক করা উচিৎ যাতে তারা বাংলাদেশের মতো দেশের জন্য পেটেন্ট ব্যবহার করে এমনভাবে যেনো সরকারি নীতি বাংলাদেশের পক্ষে কাজ করে।

বাংলাদেশের রাজস্ব নীতি ঐতিহ্যবাহী, এবং এটি দেশের জনগণের উন্নয়নের জন্য অর্থনীতি থেকে নতুন চাহিদা বিবেচনা করে না। তিনি আরও বলেন, ৪৫ শতাংশ দুর্নীতি সরকারি কর্মকর্তারা, ৪০ শতাংশ রাজনীতিবিদরা এবং ৫ ব্যবসায়ীরা এবং বাকী ১০ শতাংশ বাকিরা করেন। বাংলাদেশে মূলত যোগান সমস্যা একটি তীব্র সমস্যা।
বিইউবিটির ভিসি অধ্যাপক ডক্টর এ. বি. এম. শওকত আলী তার ভাষণে বলেন যে, শিল্প প্রবৃদ্ধি এবং শিল্পে কর্মসংস্থান একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভৌগোলিক সীমানা ছাড়াই গবেষণা ও উন্নয়ন অপরিহার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাহবুব আলী বলেন, বর্তমান জাতীয় বাজেটে ইক্যুইটি বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া উচিত।

এডিপি বাস্তবায়নের জন্য ১ জুলাই থেকে তহবিল প্রস্তুত থাকতে হবে এবং মানসম্মত উপায়ে তা ব্যবহার করে এডিপি বাস্তবায়ন করতে হবে। তিনি আরও পরামর্শ দিয়েছি যে যে কোনো স্নাতক বিভাগের জন্য, ‘এআই, আইওটি, ব্লকচেইন এবং মেশিন লার্নিং’ প্রোগ্রামের উপর কমপক্ষে একটি কোর্স বাধ্যতামূলকভাবে চালু করা উচিত।
সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর সৈয়দ মাসুদ হোসেন বলেন, জাতীয় বাজেট দেশের জাতীয় উন্নয়নের জন্যই তৈরি করা হচ্ছে। আইকিউএসি পরিচালক অধ্যাপক ডক্টর শান্তি নারায়ণ ঘোষ বলেন, জাতীয় বাজেট দেশের সামষ্টিক দৃষ্টিভঙ্গির জন্য কাজ করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন। তিনি বাজেটের পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক আলোচনা করেন।

প্যানেল হু

×