
ছবি: সংগৃহীত
প্রবাসী মানে রেমিট্যান্স যোদ্ধা, প্রবাসী মানে হাজারো কষ্ট বুকে নিয়ে পরিবারকে স্বাবলম্বী করার জন্য প্রবাসে পড়ে থাকা। প্রবাসী বাংলাদেশীরা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। পরিবারে মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমান। প্রবাসীদের পুরো সপ্তাহটা যায় কাজে ব্যস্থতায়, ঘুম ভালো মত হয়না।যেন কর্মব্যস্ততায় দম ফেলার সময় নেই। প্রবাসের অনেক দেশে সাপ্তাহিক ছুটি শুক্রবার হয় আবার অনেক দেশে সাপ্তাহিক ছুটি রবিবার হয়। প্রবাসীরা চেষ্টা করে অন্তত ছুটির দিনটা একটু ভালো করে উপভোগ করতে পারে। অনেকে নামাজ আদায় করেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
অনেকে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের সাথে মোবাইলে কথা বলেন।অনেকে দিনটা পুরো দিন ঘুমিয়ে কাটানো চাই। অনেকে ফেইসবুক, গান শোনা, কিছু লেখার চেষ্টা করা এবং ভালোমত রান্না করা। প্রবাসে ছুটির দিন কাটানোর জন্য কিছু পরিকল্পনা করা যেতে পারে। প্রবাসে অনেক ঐতিহাসিক স্থান, পার্ক, এবং আকর্ষণ রয়েছে। ছুটির দিনে এই স্থানগুলো ঘুরে দেখতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উপভোগ করতে পারেন।
মধ্যপ্রাচ্যে আশেপাশে মরুভূমি এবং সমুদ্র সৈকতের মতো প্রাকৃতিক স্থান রয়েছে, যেখানে আপনি আরাম করতে পারেন। ছুটির দিনে বন্ধুদের সাথে সময় কাটানো সম্ভব বলে মনে হয়। বন্ধুদের সাথে একসাথে কিছু সময় কাটানো, গল্প করা বা কোনো রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করা ভালো সময় কাটানোর উপায়। অনলাইনে বা স্থানীয় কোনো ইন্সটিটিউটে কোনো নতুন দক্ষতা বা ভাষা শেখার চেষ্টা করতে পারেন। শপিং করা বিভিন্ন শপিং মল রয়েছে, যেখানে আপনি কেনাকাটা করতে পারেন এবং নতুন কিছু জিনিস দেখতে পারেন। খেলাধুলা করা আপনি যদি খেলাধুলা পছন্দ করেন, তবে আউটডোরে খেলাধুলা বা জিম এ গিয়ে শরীরচর্চা করতে পারেন।
বাড়িতে আরাম করা ছুটির দিনে বাড়িতে বিশ্রাম নেওয়া এবং নিজের জন্য কিছু সময় বের করা গুরুত্বপূর্ণ। এছাড়াও, আপনি স্থানীয় কমিউনিটি সেন্টার বা ক্লাবগুলোতেও যোগাযোগ করতে পারেন, যেখানে বিভিন্ন ধরনের ছুটির দিনের কার্যক্রম আয়োজিত হতে পারে।
মোঃ ওবায়দুল হক মানিক
সাংবাদিক ও কলামিস্ট
প্রচার সম্পাদক
প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)
সংযুক্ত আরব আমিরাতে।
ফারুক