
ইতালির বলোনিয়া শহরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বর্ণিল অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বলোনীয়া বর্গোপানিগাল স্থানীয় পিডি পার্কে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পুর্ন হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি বদিউল আলম (ফয়সাল) এর সভাপতিত্বে মনিরুজ্জামান লিটনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তানভীর হাসান সজল। শত ব্যস্ততা উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় আয়োজনটি। অনুষ্ঠানে রং বেরংয়ের পোষাকে নারী পুরুষ ও বৃদ্ধ বনীতারা ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠানস্থলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বলোনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগন সহ বলোনীয়ার সর্বস্তরের মানুষ।
এছাড়া ইতালির বিভিন্ন শহরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নেতৃবৃন্দ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে যোগদান করেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্কলাররা যারা ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব রত যা ছিল অনুষ্ঠানটির গুরুত্বপূর্ণ পর্ব। অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি ব্যক্তিবর্গদের আলোচনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন স্বাস্থ্যসেবা খাতে-পাভেল সাহাদাত, বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তায় -ফয়সাল উদ্দিন স্নিগ্ধ, শিল্প উদ্যোক্তায়-অসিত দেবনাথ, আইন পেশায় ব্যারিস্টার মোরশেদুর রহমান, কমিউনিটি লিডারশিপে-মনিরুজ্জামান লিটন, মিজানুর রহমান, ফয়সাল আলম, সাংবাদিকতায় এনটিভি বলোনীয়া প্রতিনিধি মনজুর আলম সহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। সবশেষে বিশেষ সম্মাননা গ্রহণ করেন তিন দশকেরও বেশি সময় ধরে সর্ব ইউরোপের প্রবীণ কমিউনিটি লিডার সাহ তাইফুর রহমান ছোটন।
আলোচনা পর্ব শেষে হাজারো প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীদের উপস্থিতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়, যা উপস্থাপনা করেন বলোনিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। দর্শক-শ্রোতারা সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইতালি বলোনীয়ার পক্ষ হতে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় যাদের কঠোর পরিশ্রমে সুন্দর এবং সফল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রাজু