ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বাবার নামে বৈদ্যুতিক মিটার? ওয়ারিশ সূত্রে ছেলে-মেয়ের নামে করার নিয়ম

প্রকাশিত: ০৪:৩৬, ২৬ জুলাই ২০২৫

বাবার নামে বৈদ্যুতিক মিটার? ওয়ারিশ সূত্রে ছেলে-মেয়ের নামে করার নিয়ম

ছবি: প্রতীকী

বাবার নামে থাকা বিদ্যুৎ মিটার ওয়ারিশ সূত্রে নিজের নামে নিতে চান? তাহলে কিছু নিয়মকানুন আর কাগজপত্র ঠিকঠাক থাকলে কাজটা খুব একটা কঠিন নয়।

প্রথম ধাপ, আপনাকে বাবার সব ওয়ারিশদের (ভাই-বোনদের) কাছ থেকে না-দাবি সনদ সংগ্রহ করতে হবে। অর্থাৎ তারা লিখিতভাবে জানাবে—মিটার সংক্রান্ত কোনো দাবি তাদের নেই। এরপর সেই না-দাবি সনদটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সত্যায়িত সিলসহ নিতে হবে।

যেসব কাগজপত্র লাগবে:

  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • ভোটার আইডির ফটোকপি
  • জমির খতিয়ান বা দলিলের কপি
  • বিদ্যুৎ বিলের কপি
  • ইউনিয়ন পরিষদ থেকে সত্যায়িত না-দাবি সনদ

এসব কাগজপত্র নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে। অফিসে গিয়ে ওয়ারিশ সূত্রে মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে।


আবেদনের পর আপনাকে নির্ধারিত আবেদন ফি, সদস্য ফি ও জামানতের টাকা জমা দিতে হবে অফিসের ক্যাশে।

সবশেষে, অফিস কর্তৃপক্ষ তদন্ত ও যাচাই করে সব ঠিক থাকলে মিটারের মালিকানা আপনার নামে পরিবর্তন করে দেবে। এই পুরো প্রক্রিয়ায় সময় কিছুটা লাগলেও নিয়ম মেনে চললে ওয়ারিশ সূত্রে বাবার মিটার নিজের নামে নেওয়া যায় সহজেই।

রাকিব

×