
ছবি: সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে পাকিস্তানে একটি নথি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, যেখানে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ক্লাবের “কেটারিং গাইডলাইন” দেখানো হয়েছে। এই ক্লাবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খানের ছেলে সম্প্রতি ডাইনিং করেছিলেন। শেয়ার হওয়া নথিতে দাবি করা হচ্ছে, এই ক্লাব হালাল খাবার সরবরাহ করে না। কিন্তু এই দাবি সম্পূর্ণ মিথ্যা।
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত আসল মেনুতে কোথাও “হালাল” বা “কোশার” খাবার সরবরাহ না করার কোনো উল্লেখ নেই। বরং, শেয়ারকৃত নথিতে অনেক বানান ভুল, ব্যাকরণগত ত্রুটি এবং অসম্পূর্ণ বাক্য রয়েছে, যা বোঝায় এটি সম্পাদিত বা কম্পিউটার-জেনারেটেড।
ফেক ইমেজ ডিটেকশন টুলেও এই নথিটিকে “কম্পিউটার-জেনারেটেড বা মডিফাইড” হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া, ক্লাবের অফিসিয়াল লোগো ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া নথির লোগো ভিন্ন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ারকৃত নথির লোগো অস্পষ্ট, যা এআই জেনারেটেড ছবির পরিচায়ক।
সুতরাং, ক্যাপিটল হিল ক্লাবের কেটারিং গাইডলাইনে হালাল বা কোশার খাবার নেই বলে দাবি মিথ্যা এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নথি সম্পূর্ণ ভুয়া।
আবির