ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বন্যার ধ্বংসস্তূপে গাছের বীজ বুনছেন ফরেস্ট কুইন!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ২৬ জুলাই ২০২৫

বন্যার ধ্বংসস্তূপে গাছের বীজ বুনছেন ফরেস্ট কুইন!

ছবি: সংগৃহীত

২৫ বছর বয়সী মুনমুনি পায়েং আসামে ‘ফরেস্ট কুইন’ নামে পরিচিত, প্রকৃতির রোষ থেকে জীবনের অর্থ খুঁজে পেয়েছেন গাছের ডালে-পাতায়। ভারতের ব্রহ্মপুত্রবেষ্টিত মজুলি দ্বীপে জন্ম নেওয়া মুনমুনির শৈশব কেটেছে বারবার বন্যা, নদীভাঙন, ঘরহারা মানুষের কান্না আর মাটির ধ্বংস দেখেই। অথচ এই দুর্যোগই তাকে গড়ে তুলেছে। তার বাবা যাদব পায়েং যিনি ‘ফরেস্ট ম্যান অব ইন্ডিয়া’ হিসেবে পরিচিত, একা হাতে ১৩৬০ একর জমিতে বন তৈরি করেছেন। সেই প্রেরণার ধারায় মুনমুনিও ঠিক করে নেন নিজের পথ প্রকৃতিকে দিয়েই প্রকৃতিকে রক্ষা করবেন। 

মুনমুনি গঠন করেছেন 'সেউজ ধরনি' নামে একটি পরিবেশবাদী সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য হলো আসামের বন্যা ও ভূমিক্ষয়প্রবণ অঞ্চলগুলোতে দেশীয় প্রজাতির গাছ লাগানো। কিন্তু এ উদ্যোগ শুধু গাছ লাগানোতে সীমাবদ্ধ নয়। তিনি গ্রামের সাধারণ মানুষ, স্কুলের ছাত্রছাত্রী এবং আদিবাসী সম্প্রদায়কে যুক্ত করেছেন এই কাজে। তাদের নিয়ে তিনি গাছ লাগানোর পাশাপাশি বনভ্রমণ, সচেতনতা কর্মশালা এবং পরিবেশ বিষয়ক কর্মসূচি পরিচালনা করছেন। শিশুদের নিয়ে কাজ করাকেই তিনি বিশেষ গুরুত্ব দেন। মুনমুনির বিশ্বাস, “একটি শিশু যদি একটি গাছের সঙ্গে বন্ধুত্ব করে, সেই বন্ধুত্ব আজীবন থাকে।”

মুনমুনির গাছ লাগানোর প্রকল্প শুধুই পরিবেশবান্ধব উদ্যোগ নয়; এটি একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার প্রয়াস। দেশীয় প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে তিনি মাটি ধস রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যার অভিঘাত কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন। তার সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত লক্ষাধিক গাছ রোপণ করা হয়েছে। ভবিষ্যতের লক্ষ্য, এক মিলিয়ন গাছ।

অনেকে ভাবেন, তিনি হয়তো বাবার উত্তরসূরী হয়ে তার কাজকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু মুনমুনির দৃষ্টিভঙ্গি আলাদা। তিনি বলেন, “আমার বাবা একা ছিলেন, আমি একা নই। আমি চাই সবাই মিলে একটি সবুজ সমাজ তৈরি করতে।” তিনি একা একটি বন তৈরি করছেন না, বরং গড়ে তুলছেন একটি পরিবেশ-সচেতন প্রজন্ম।

এই সময়ে যখন জলবায়ু পরিবর্তন শুধু বৈজ্ঞানিক সংলাপ নয়, বরং আমাদের দৈনন্দিন বাস্তবতা হয়ে উঠেছে, তখন মুনমুনির এই কাজ নিঃশব্দ এক বিপ্লবের মতো। তার প্রতিটি গাছ যেন ভবিষ্যতের জন্য এক একটি আশার বীজ।

মুমু ২

×