
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একক প্রার্থী হিসেবে ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালীকে মনোনয়ন দিয়েছেন।
ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জিএম রহুল আমিন সত্যতা নিশ্চত করে বলেন, শুক্রবার (২৫জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম(পীর চরমোনাই)প্রার্থীদের নামের তালিকায় ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালীকে ঘোষণা করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও শাখা আমির মাওলানা জয়লুল আবেদীন বলেন, আমি ১৯১৮ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এ আসনে হাতপাখা প্রতিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দলীয় ভাবে ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী প্রার্থী ঘোষণা হয়েছে। দলের নেতাকর্মীদের নিয়ে আমি উনার পক্ষে কাজ করব।
মাওলানা ক্বারি হাবিবুল্লাহ বেলালী ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গফরগাঁও এবং পাগলা থানা নিয়ে নির্বাচনী আসন এটি।তিনি বলেন আমার বাড়ি গফরগাঁওয়ে পাগলা থানা এলাকায় অবস্থিত। এছাড়া গফরগাঁওয়ে আলেম সমাজে আমার জনপ্রিয়তা রয়েছে। দল থেকে একক প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। জোটগত ভাবে নির্বাচনে হলে বিজয়ী হব ইনশাআল্লাহ।
রিফাত