
ছবি: সংগৃহীত
চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের পরবর্তী এআই মডেল জিপিটি-৫ শিগগিরই বাজারে আনতে যাচ্ছে। প্রযুক্তি বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, আগস্টের শুরুতেই আত্মপ্রকাশ করতে পারে এ মডেলটি।
প্রতিবেদনে জানানো হয়, ওপেনএআই’র পরিকল্পনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, জিপিটি-৫ নিয়ে কাজ ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে উন্নয়নজনিত চ্যালেঞ্জ, সার্ভার সক্ষমতার সীমাবদ্ধতা এবং প্রতিদ্বন্দ্বী এআই মডেলের তথ্য ফাঁস—এসব কারণে নির্ধারিত তারিখ বারবার পরিবর্তন হচ্ছে।
একাধিক এআই মডেলের সম্মিলিত রূপ
দ্য ভার্জের মতে, ওপেনএআই জিপিটি-৫ কে এমন একটি সমন্বিত সিস্টেম হিসেবে উপস্থাপন করতে চায়, যার মধ্যে থাকবে একাধিক বিশেষায়িত এআই মডেল। ফলে এটি কেবল একটি নির্দিষ্ট কাজ নয়, বরং বহুমুখী কাজ সম্পাদনে সক্ষম হবে।
এই মডেলে অন্তর্ভুক্ত থাকবে ওপেনএআই’র স্বতন্ত্র রিজনিং এআই মডেল O3 (ওথ্রি)-সহ আরও কিছু উন্নত প্রযুক্তি। ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান চলতি বছরের ফেব্রুয়ারিতে এই তথ্য জানান।
একীভূত এআই প্ল্যাটফর্ম গড়ার পরিকল্পনা
প্রতিষ্ঠানটি তাদের O-সিরিজ এবং জিপিটি সিরিজ—এই দুই ধরণের মডেলকে একীভূত করে একটি সমন্বিত এআই সিস্টেম গড়তে চায়, যা দিয়ে তারা আরও কার্যকরভাবে কাজ সম্পাদনের লক্ষ্য পূরণ করতে পারবে।
উল্লেখযোগ্যভাবে, ওপেনএআই এ বছর ইতোমধ্যে কয়েকটি এআই এজেন্ট চালু করেছে। সর্বশেষ এসেছে চ্যাটজিপিটি এজেন্ট। এর আগে জানুয়ারিতে আসে অপারেটর, আর ফেব্রুয়ারিতে আসে ডিপ রিসার্চ।
বিশ্বজুড়ে জনপ্রিয় চ্যাটজিপিটি
মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআই ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে নিয়ে আসে। এরপর থেকেই প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। বর্তমানে চ্যাটজিপিটির সক্রিয় সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা ৮০ লাখ থেকে ১ কোটি, যা এআই চ্যাটবটগুলোর মধ্যে সর্বোচ্চ।
সূত্র: রয়টার্স।
রাকিব