ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

‘হানিমুনের কয়েকটা দিন এখানে কাটাতে পেরেছি, পুরো অভিজ্ঞতাটা স্বপ্নের মতো লাগছে’

প্রকাশিত: ১২:৩৮, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১২:৩৮, ২৭ জুলাই ২০২৫

‘হানিমুনের কয়েকটা দিন এখানে কাটাতে পেরেছি, পুরো অভিজ্ঞতাটা স্বপ্নের মতো লাগছে’

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব চলতি বছরের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর থেকে পেশাগত এবং ব্যক্তিগত দুই দিকেই সুখের সময় পার করছেন এ তারকা জুটি। সম্প্রতি একসঙ্গে সময় কাটাতে ইউরোপ সফরে গেছেন তারা— কখনও ফ্রান্স, কখনও ইতালি।

শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ইতালির অপূর্ব সুন্দর লেক কোমো থেকে কয়েকটি ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোতে দু’জনকে রোমান্টিক মুডে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “আমি সবসময় শুনে এসেছি, লেক কোমো বিশ্বের অন্যতম রোমান্টিক জায়গা— বিশেষ করে দম্পতিদের জন্য। আমরা চেয়েছিলাম সেটা নিজের চোখে দেখতে। সত্যি বলতে, পুরো অভিজ্ঞতাটা ছিল যেন এক স্বপ্নের মতো।”

তিনি আরও যোগ করেন, “আমাদের হানিমুনের কয়েকটা দিন এখানে কাটানো গেছে, এ মুহূর্তগুলো আমি কখনও ভুলবো না। শান্ত, সুন্দর পরিবেশ আর ছোট ছোট মধুর মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বিয়ের পর পেশাগত সাফল্যও ধরা দিয়েছে এই জুটির জীবনে। মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি মুক্তি পায় গত বছরের ২০ ডিসেম্বর। ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নেয় একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চলতি বছরের শুরুতে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটি সেরা ছবির পুরস্কারও অর্জন করে।

অন্যদিকে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’ সিনেমাটি কানের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ বা বিশেষ স্বীকৃতি পায়।

ব্যক্তিগত জীবনের সুখ আর পেশাগত অর্জন মিলিয়ে যেন স্বপ্নের মতো সময় পার করছেন মেহজাবীন ও রাজীব।

আসিফ

আরো পড়ুন  

×