ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়? এই ভুলগুলো এড়িয়ে চললে ব্যাটারি টিকে থাকবে দীর্ঘসময়

প্রকাশিত: ১৫:২৬, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১৫:২৮, ২৭ জুলাই ২০২৫

ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়? এই ভুলগুলো এড়িয়ে চললে ব্যাটারি টিকে থাকবে দীর্ঘসময়

ছবি: সংগৃহীত

স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অফিসের কাজ থেকে শুরু করে বিনোদন—সব কিছুতেই নির্ভর করি এই যন্ত্রটির ওপর। তবে অনেকেই অভিযোগ করেন, নতুন ফোন হলেও ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আসলে অনেক সময় অজান্তেই আমরা কিছু ভুল করে ফেলি, যার ফলে ফোনের ব্যাটারি স্থায়িত্ব হারায়।

বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ অভ্যাসই হতে পারে ফোনের চার্জ কমে যাওয়ার মূল কারণ। নিচে তেমন কিছু ভুল ও সেগুলোর সমাধান তুলে ধরা হলো—

১. সর্বদা উচ্চ উজ্জ্বলতায় স্ক্রিন রাখা

উচ্চ ব্রাইটনেসে স্ক্রিন চালালে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। অটো-ব্রাইটনেস অপশন চালু রাখুন।

২. অপ্রয়োজনীয় অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চালু থাকা

অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা ব্যাটারি খরচ করে। সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করুন।

৩. লোকেশন সার্ভিস সবসময় চালু রাখা

লোকেশন সার্ভিস সবসময় অন থাকলে GPS চালু থাকে, যা চার্জ দ্রুত খরচ করে। প্রয়োজন না হলে বন্ধ রাখুন।

৪. বারবার ফোন আনলক করা

অনেকে বারবার ফোন চেক করে বা আনলক করেন, যা স্ক্রিন অন রাখে ও চার্জ খরচ করে।

৫. চার্জার ও ক্যাবলের মান

নকল বা কমদামী চার্জার ব্যবহার করলে ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যেতে পারে। বরাবরই মূল চার্জার ব্যবহার করুন।

এই সাধারণ বিষয়গুলোর প্রতি নজর রাখলে আপনার ফোনের ব্যাটারি অনেকটা সময় ধরে ভালো থাকবে এবং চার্জও দীর্ঘসময় ধরে থাকবে। স্মার্টফোন ব্যবহারে সচেতনতা থাকলে প্রযুক্তির সঠিক সুবিধা পাওয়া সম্ভব।

রিফাত

আরো পড়ুন  

×