ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ শুরু, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

প্রকাশিত: ১৬:৫৫, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৫৫, ২৭ জুলাই ২০২৫

রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ শুরু, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

ছবি:সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করেছে। আজ রোববার দুপুরে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এনে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে নেওয়া হয় এবং রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর আগে ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশ করে প্রতারণা, জালিয়াতি এবং মিথ্যা নথিপত্র তৈরি করে জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে অর্থ তুলে তা বিদেশে পাচার করেছেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুদক আবার তদন্ত শুরু করে। মূলত ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে জনতা ব্যাংক ‘অ্যাননটেক্স গ্রুপ’-এর ২২টি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ঋণ দেয়, যার পরিমাণ ছিল প্রায় ৩ হাজার ৫২৮ কোটি টাকা।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অধ্যাপক আবুল বারকাত ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে। ২০২২ সালে প্রমাণের অভাবে তদন্ত বন্ধ হয়ে গেলেও, পরে নতুন করে তদন্ত শুরুর পর ১০ জুলাই ধানমন্ডির বাসা থেকে বারকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাঁকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

তথ্যসূত্রঃ https://www.prothomalo.com/bangladesh/sejgyqct9h

 
 

মারিয়া

×