
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের ফারসি ভাষার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেছে। পোস্টটিতে দাবি করা হয়, খামেনি দিনের অর্ধেক সময় ঘুমিয়ে কাটান এবং বাকি সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন।
মোসাদের দাবি, যখন ইরানের সাধারণ মানুষ পানিসঙ্কট, বিদ্যুৎ ঘাটতিসহ নানান দৈনন্দিন সংকটে ভুগছে, তখন দেশটির সর্বোচ্চ নেতা নাকি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করছেন। এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ইরানপন্থী বিভিন্ন মহল একে অপপ্রচার হিসেবে আখ্যা দিয়েছে।
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে এই ধরনের মন্তব্য দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
তথ্যসূত্রঃ https://youtu.be/H3qttOZErmA?si=nTTZWCoCLNT1L32h
মারিয়া