
ছবি: সংগৃহীত।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা বন্ধে যেসব দেশ তাদের প্রভাব ব্যবহার করছে না, তারা আন্তর্জাতিক অপরাধে "সহযোগী" বলে বিবেচিত হতে পারে।
আগামীকাল নিউইয়র্কে শুরু হতে যাওয়া ফিলিস্তিনবিষয়ক এক সম্মেলনের প্রাক্কালে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "আমি ইসরায়েলের প্রতি আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটায় এবং সব পক্ষ একটি বাস্তবসম্মত দুই-রাষ্ট্র সমাধানের পথে কাজ করে।"
"এই সম্মেলনকে কাজে লাগিয়ে সরকারগুলো যেন গাজায় হত্যাযজ্ঞ চিরতরে বন্ধে ইসরায়েল সরকারের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে-এটাই এখন জরুরি।"
তিনি আরও বলেন, "যেসব দেশ এই চাপ সৃষ্টি করতে ব্যর্থ হবে, তারা আন্তর্জাতিক অপরাধে জড়িয়ে পড়তে পারে।"
টার্ক আরও বলেন, "প্রতিদিন আমরা গাজা ও পশ্চিম তীরে অবর্ণনীয় ট্র্যাজেডির সাক্ষী হচ্ছি-ধ্বংস, হত্যা এবং ফিলিস্তিনিদের অবমানবিকীকরণের মাত্রা প্রতিদিন বেড়েই চলেছে।"
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "এই সম্মেলন কী ফল দেবে, সেদিকে এখন সারা বিশ্বের মানুষ নজর রাখছে।"
বার্তার শেষ অংশে তিনি কয়েকটি তাৎক্ষণিক দাবিও তুলে ধরেন: অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মি ও বিনা বিচারে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি, মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা না থাকা, ফিলিস্তিনিদের জন্য বিপুল পরিমাণে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া।
জাতিসংঘ মানবাধিকার প্রধানের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন গাজায় ইসরায়েলি অভিযানের কারণে বহু মানুষের প্রাণহানি ও বিপর্যয় অব্যাহত রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
মিরাজ খান