
নান্নুর
পাকিস্তান সিরিজের আগে পর্যন্ত যেখানে প্রথম ইনিংসে দলীয় রানের গড় ছিল মাত্র ১২৫! অনেক সমালোচনার পর বিপিএলে কিছু ম্যাচে রান উঠেছিল। কিন্তু এই সিরিজে সেই চেনা দৃশ্য। প্রথম ম্যাচে পাকিস্তান অলআউট হয় ১১০ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ করে ১৩৩ রান। জবাবে ১২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তৃতীয় ম্যাচে অবশ্য ৭ উইকেটে ১৭৮ রান তুলেছিল সফরকারীরা। জবাবে ১০৪ রানে অলআউট হয় একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ।
পাকিস্তান কোচ মাইক হেসন এবং অধিনায়ক আগা সালমান বলেছেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন উইকেট মোটেই আদর্শ নয়। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আগে এটিই হয়ত বাংলাদেশের শেষ সিরিজ। হাতে সময় নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নুও মনে করেন আগামী বছর বিশ্বকাপের আগে ভালো উইকেটে খেলে প্রস্তুতি নেওয়া উচিত।
‘অবশ্যই। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে সেরা দলটাই সব সময় খেলবে। সম্ভাব্য সেরা ফলটা নিয়েই বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যেখানে সুযোগ পাবে, সেখানে খেলে আত্মবিশ্বাস বাড়াতে হবে। এখানে টিম ম্যানেজমেন্টেরও দায়িত্ব আছে। কোন কন্ডিশনে খেলে কতটুকু, কোন উইকেটে খেলে কতটুকু কীভাবে এগোবে, সেভাবে চিন্তা করতে হবে। তো আমার মনে হয়, বিশ্বকাপের আগে ট্রু উইকেটে, স্পোর্টিং উইকেটে খেলে নিজেদের তৈরি করে যাওয়াটা উচিত হবে।’ রবিবার মিরপুরে রেফারিদের প্রশিক্ষণ কার্যক্রম শেষে বলছিলেন নান্নু।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় হবে টি২০ বিশ্বকাপ। নান্নুর মতে আইসিসির এই ইভেন্ট সামনে রেখে ঘরোয়া টি২০ টুর্নামেন্ট থেকে ক্রিকেটার বাছাই করতে হবে। সাবেক অধিনায়ক ও নির্বাচক বলেন, ‘সামনে ঘরোয়া টি২০ ক্রিকেট না হওয়া পর্যন্ত বলা মুশকিল। ভালো কিছু পারফর্মার যদি পাওয়া যায়। কিছু কিছু ক্রিকেটারকে দেখার জন্য একটা ক্ষেত্র তৈরি হবে। কারণ, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি২০ শুরু হবে। এখানে ভালো পারফর্মার বের করে তাদের নিয়ে এগোতে হবে যেহেতু ছয় মাস হাতে পাওয়া যাবে টি২০ বিশ্বকাপের জন্য। কিছু খেলোয়াড়কে দেখার ও তৈরি করার সুযোগ আসবে নির্বাচকদের জন্য।’
শেষ টি২০ একাদশে পাঁচ পরিবর্তন এনে বড় ব্যবধানের হার পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ হারায় বাংলাদেশ। নান্নু বলেন,‘এটা অবশ্যই ভালো অর্জন (টানা দুটি সিরিজ জয়)। যেকোনো সিরিজ জয় সামনের সিরিজ ভালো খেলার জন্য সাহস জোগায়। এখানে অনেক ক্রিকেটারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে।
আমার মনে হয়, এখানে পরীক্ষা-নিরীক্ষা না চালিয়ে পাকিস্তানের সঙ্গে সুযোগ ছিল ভালোভাবে সিরিজ শেষ করার। যেহেতু সামনে বেশি সময় নেই, বিশ্বকাপ সামনে। সামনে এশিয়া কাপ আছে। তো এই জায়গায় আমার মনে হয় যে পুরো ২০ জনের একটা পুল করে এগোনো উচিত। বেশিরভাগ ম্যাচে সেরা ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত।’
প্যানেল হু