ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ওল্ডট্রাফোর্ড টেস্টে রেকর্ডের বন্যা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:২৫, ২৭ জুলাই ২০২৫

ওল্ডট্রাফোর্ড টেস্টে রেকর্ডের বন্যা

গলার কাটা হয়ে থাকা লোকেশ রাহুলকে (২৩০ বলে ৯০ রান) আউট করে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের বুনো উদ্যাপান, রবিবার ওল্ডট্রাফোর্ডে

সেঞ্চুরির বদলে সেঞ্চুরি, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের রেকর্ডের বদলে ভারত অধিনায়ক শুভমান গিলের রেকর্ড- ওল্ডট্রাফোর্ড টেস্ট যেন রেকর্ডের খেলা! প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৪১ রান করেন স্টোকস। চতুর্থ দিনেই স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেটের অনন্য অর্জনে নাম লেখান ইংল্যন্ড অধিনায়ক।

তাতে ভারতের ৩৫৮ রানের জবাবে ৬৬৯ রান তুলে বড় ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। রবিবার পঞ্চম দিনে ম্যাচ ও সিরিজ বাঁচানোর কঠিন লড়াইয়ে ১০৩ রানের অনবদ্য ইনিংস উপহার দেন গিল। ভারত শেষ পর্যন্ত টেস্ট বাঁচাতে পেরেছে কি না, ইতোমধ্যে সেটি নিশ্চিত হয়ে গেছে। তবে সেনসেশনাল গিল নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।
পাঁচ টেস্টের অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফির দ্বৈরথ। যেখানে চার ম্যাচেই চার সেঞ্চুরি গিলের। টেস্টে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটিই। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারত সফরে পাঁচ ম্যাচের ছয় ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিলেন স্যার ডন। পরের নামটা সুনীল গাভাস্কারের। ১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় ম্যাচে চারটি সেঞ্চুরি করেছিলেন। গাভাস্কারের ৪৭ বছর পর সেই কীর্তি ছোঁয়া গিলের সামনে ব্র্যাডম্যান-গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

কারণ সিরিজে আরও একটি টেস্ট এখনো বাকি। সর্বোপরি টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটায় ১৯৫৫ সাল থেকেই নিঃসঙ্গ ক্লাইড ওয়ালকট। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি থ্রি ডব্লুর একজন ওয়ালকট ১৯৫৫ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে ১০ বার ব্যাট করে পেয়ে যান ৫টি সেঞ্চুরি। এই সিরিজে তাঁর রান ৭২৩। এশিয়ান কোনো অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে যা রেকর্ড সর্বোচ্চ।
গিলকে হাতছানি দিচ্ছে আরও বড় দুটি রেকর্ডও। টেস্টে এক সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান ও এক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। ১৯৩৬-৩৭ মৌসুমে ঘরের মাঠে অ্যাশেজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্র্যাডম্যান করেছিলেন ৮১০ রান।

প্যানেল হু

×