ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:২২, ২৭ জুলাই ২০২৫

প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

হারারেতে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস

ত্রিদেশীয় টি২০ সিরিজের শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ ওভারে নাটকীয় মোড় নেয়, যেখানে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র ৭ রান। হাতে ছিল ৪টি উইকেট এবং ক্রিজে ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার ডেভাল্ড ব্রেভিস ও জর্জ লিন্ডা।
কিন্তু চাপের মুহূর্তে আবারও ভেঙে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ওভারে দুর্দান্ত বোলিং করেন কিউই পেসার ম্যাট হেনরি। ওভারের প্রথম বলে ব্রেভিস খেলেন ডট, দ্বিতীয় বলে হেনরির অফ-স্টাম্প ইয়র্কারে বোল্ড হয়ে যান তিনি। নতুন ব্যাটার করবিন বশ তৃতীয় ও চতুর্থ বলে ২ ও ১ রান নিয়ে স্ট্রাইক দেন লিন্ডাকে। পঞ্চম বলে লিন্ডা মিড-অফে ক্যাচ তুলে দেন। ফলে শেষ বলে দরকার পড়ে ৪ রান। নতুন ব্যাটার সেনুরান মুতুসামি শেষ বল ব্যাটেই লাগাতে পারেননি। নিউজিল্যান্ড ম্যাচ জিতে নেয় ৩ রানে। এতে সিরিজ জয়ের আনন্দে ভাসে কিউইরা।
এর আগে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংরে আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে মিচেল স্যান্টনারের দল। কিউইদের ইনিংস গড়ে দেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। রাচিন ২৭ বলে ৪৭ ও কনওয়ে ৩১ বলে ৪৭ রান করেন। এ ছাড়া টিম সেইফার্ট করেন ২৮ বলে ৩০ রান, ব্রেসওয়েল ১৫ ও ড্যারি মিচেল অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেন। প্রোটিয়াদের হয়ে লুঙ্গি এনগিডি ২৪ রানে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত সূচনা করে। লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও রিজা হেনড্রিকস উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯২ রান। কিন্তু হেনড্রিকস ফিরে যাওয়ার পর ইনিংসের গতি কমে যায়। সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক ফন ডার ডুসেন (১৮) ও রুবিন হেরমান (১১) দ্রুত আউট হয়ে গেলে চাপ বাড়ে। এরপর ব্রেভিস ও লিন্ডা ম্যাচের লাগাম টানতে চাইলেও শেষ ওভারে হযবরল করে বসে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ৩৫ বল খরচায় সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার প্রিটোরিয়াস। নিউজিল্যান্ডের হয়ে হেনরি ৩ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন।
এই হারে ‘চোকার’ তকমা আরও একবার ঘাড়ে চাপল প্রোটিয়াদের। গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের সামলে রাখতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে, শেষ ওভারে অসাধারণ স্নায়ু নিয়ন্ত্রণ করে নিউজিল্যান্ড প্রমাণ করে দিল, কেন তারা বড় ম্যাচের বড় দল। এই ত্রিদেশীয় সিরিজে তৃতীয় দল ছিল আয়োজক জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের এই শিরোপা জয় তাদের সাম্প্রতিক ফর্ম এবং গভীরতা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

প্যানেল হু

×