ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

শুল্ক নিয়ে আরও এক দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২২:১০, ২৭ জুলাই ২০২৫

শুল্ক নিয়ে আরও এক দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজারে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরি করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বিভিন্ন দেশের পণ্যের ওপর অতিরিক্ত উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। আর এই সিদ্ধান্তে কোনো রকম ছাড় বা সময়সীমা বৃদ্ধি দিচ্ছেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।

রোববার (২৭ জুলাই) ‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে লাটনিক বলেন, “আর কোনো ছাড় নয়, আর সময়ও নয়। ১ আগস্ট থেকেই শুল্ক আদায় শুরু হবে।”

তবে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেননি। শুল্ক কার্যকর হলেও, পরবর্তী সময়ে আলোচনার দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, এই সিদ্ধান্ত বাংলাদেশকেও বড় ধরনের চাপের মুখে ফেলেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রে যাচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে দলটিতে আছেন নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। এটি হবে তৃতীয় দফার আলোচনা।

নুসরাত

×