
ছবি: সংগৃহীত।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২৭ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেন তিনি। এতে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক লিখেন, কয়েকটা আনপপুলার তথ্য দেই!
প্রথমত, তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত, কিছু ব্যতিক্রম ছাড়া, প্রায় প্রতি শনিবারই সেনাপ্রধান সিএমএইচে গিয়ে ভর্তি থাকা জুলাই আহতদের খোঁজখবর নিয়েছেন। যেখানে সরকারের সব উপদেষ্টার সম্মিলিত ভিজিটসংখ্যাও তার চেয়ে কম।”
দ্বিতীয়ত, সারজিসের দাবি, “সবচেয়ে গুরুতর আহতদের উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতি ব্যক্তির চিকিৎসা ব্যয় বিবেচনায় ঢাকা সিএমএইচে ব্যয় সর্বাধিক হয়েছে।”
তৃতীয়ত, তিনি লেখেন, “আহত ও শহীদ পরিবারের আর্থিক সহায়তা ও পুনর্বাসনে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সর্বাধিক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।”
নুসরাত