
ছবি: সংগৃহীত
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কাইয়ুম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, “জুলাই সনদ চাই।” তার এই দাবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে, জুলাই সনদ প্রণয়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, সনদের খসড়া সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। প্রতিটি দলকে ৩১ জুলাইয়ের মধ্যে তাদের মতামত জমা দিতে বলা হয়েছে।
সব দলের মতামত পাওয়ার পর, কমিশন চূড়ান্ত সনদ প্রস্তুত করবে এবং তা প্রকাশ করা হবে। জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে এই জুলাই সনদকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এম.কে.