ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

সুনেরাহ বিনতে কামাল

যদি আপনার খাদ্য, বাসস্থান ও সুস্বাস্থ্য বজায় থাকে, বলুন, ‘আলহামদুলিল্লাহ’

প্রকাশিত: ০৫:০৯, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ০৫:১২, ২৮ জুলাই ২০২৫

যদি আপনার খাদ্য, বাসস্থান ও সুস্বাস্থ্য বজায় থাকে, বলুন, ‘আলহামদুলিল্লাহ’

ছবি: সংগৃহীত

ঢালিউডের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বলেছেন, “যদি আপনার খাদ্য, বাসস্থান ও সুস্বাস্থ্য বজায় থাকে, নিজেকে সৌভাগ্যবান মনে করুন—এই তিনটিই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। বলুন, ‘আলহামদুলিল্লাহ’।”

সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্ট তিনি এমন মন্তব্য করেছেন। পোস্টে এই অভিনেত্রী নিজের ব্যান্ডেজ করা পায়ের একটি ছবি যুক্ত করেছেন।

উল্লেখ্য, বুধবার (২৪ জুলাই) শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল। এদিন এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছিলেন অভিনেত্রী নিজেই। জানা গেছে, রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিং করছিলেন তিনি; সেখানেই আহত হয়েছেন অভিনেত্রী।

চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমায় তাকে দেখা যায় শিহাব শাহীনের পরিচালনায়। এখানে সহশিল্পী হিসেবে ছিলেন আফরান নিশো ও তমা মির্জা। নিশোর পাশাপাশি সুনেরাহ’র চরিত্রটিও বেশ আলোচনায় আসে।

এছাড়া, কোরবানির ঈদে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাতেও ছিলেন সুনেরাহ। যদিও সেখানে তার উপস্থিতি ছিল ছোট, তবে সংক্ষিপ্ত উপস্থিতিতেই তিনি দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছেন।

 

সূত্র: https://www.facebook.com/share/1F5tNyGvVJ/

রাকিব

×