
ছবি: সংগৃহীত
ইন্টারনেটজুড়ে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম সংক্রান্ত ছবি। ছবি দেখে মনে হবে সাধারণ একটি শুষ্ক, ধুলোময় প্রাকৃতিক দৃশ্য—কিন্তু ছবির মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে এক চিতাবাঘ, যা খুঁজে বের করাই এখন নেটিজেনদের নতুন চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
সম্প্রতি Reddit-এ @The_5th_lost_boy নামের এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করেন। প্রথম দর্শনে ছবিটি নিছক একটি শুকনো জমির দৃশ্য বলেই মনে হবে। ছড়িয়ে রয়েছে ধুলোমাটি, আর মাঝখানে রয়েছে একটি বিশাল গাছের কাণ্ড। তবে এই সাধারণ দৃশ্যের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি চিতাবাঘ, যা নিজের পরিবেশের সঙ্গে এতটাই মিশে গেছে যে খুঁজে পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে অনেকের জন্য।
এই অপটিক্যাল ইলিউশনের সবচেয়ে বড় আকর্ষণই হলো এর ‘সহজ কিন্তু বিভ্রান্তিকর’ চরিত্র। ছবিটি যতবারই দেখবেন, ততবারই নতুনভাবে খোঁজার চেষ্টা করবেন—কিন্তু সহজে মিলবে না চিতাবাঘটির অবস্থান।
Reddit-এ ছবিটি শেয়ার হওয়ার পরই দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকে মন্তব্য করেছেন, "আমি পাঁচ মিনিট ধরে তাকিয়ে আছি, তাও খুঁজে পাচ্ছি না," আবার কেউ বলেছেন, "চোখ দুটি দেখার পরেই পুরোটা স্পষ্ট হয়ে গেল!"
অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম সংক্রান্ত ছবি বরাবরই মানুষের কৌতূহল বাড়িয়ে তোলে। এ ধরনের ছবি শুধুমাত্র বিনোদন নয়, বরং মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ও মনোযোগের পরীক্ষা নেয়। সোশ্যাল মিডিয়ায় এমন ছবিগুলোর ঝোঁক বাড়ছেই, বিশেষ করে Reddit, Instagram ও Facebook-এ।
মানুষ যখন এইসব ইলিউশনে লুকিয়ে থাকা কিছু আবিষ্কার করে, তখন তাদের অনুভূতিটা হয় অনেকটা "নিজেই একটা রহস্য উন্মোচন করলাম" — আর এই আবিষ্কারের আনন্দই তাদের বারবার এমন ছবির প্রতি আকৃষ্ট করে।
আপনি কি খুঁজে পেয়েছেন চিতাবাঘটিকে?
যদি এখনো খুঁজে না পেয়ে থাকেন, চিন্তার কিছু নেই। আপনি একা নন। চিতাবাঘটি এতটাই নিপুণভাবে ক্যামোফ্লাজ হয়েছে যে তার চারপাশের ধূলোময় রঙের সঙ্গে একেবারে মিশে গেছে। কিন্তু মনোযোগ দিয়ে একটু ভালো করে তাকালেই, হঠাৎ করেই হয়তো চোখে পড়ে যাবে সেই রহস্যময় চোখজোড়া — যেখান থেকে স্পষ্ট হয়ে উঠবে পুরো চিতাবাঘটি।
তাহলে আর দেরি কেন? আবার তাকান ছবিটার দিকে—হয়তো এবার আপনি ঠিকই খুঁজে পেয়ে যাবেন।
📸 ছবি সূত্র: Reddit / @The_5th_lost_boy
শিহাব