
ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)-এর সঙ্গে তৃতীয় দফার বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ২৯ ও ৩০ জুলাই এই বৈঠকটি ওয়াশিংটনে ইউএসটিআর-এর অফিসে অনুষ্ঠিত হবে।
রবিবার দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, “আমরা ইউএসটিআর-এর কাছে আমাদের অবস্থান স্পষ্ট করে সব প্রশ্নের উত্তর পাঠিয়েছি। এরপর তাদের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছিলাম। তারা আমাদের ২৯ ও ৩০ জুলাই বৈঠকের সময় দিয়েছে।”
এই বৈঠকে অংশ নেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান নিজে।
বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার অর্ডার দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, “যেভাবে ভিয়েতনাম ও ভারতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক কমিয়েছে, তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও অনুরূপ সিদ্ধান্ত নেবে তারা।”
তথ্যসূত্রঃ https://youtu.be/N-j8btmygAM?si=2eO9o-JbNFcb_toV
মারিয়া