
বগুড়ার শেরপুরে ছাত্রশিবির নেতার বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে পুরো পরিবারকে অচেতন করে দুর্বৃত্তরা প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমীনপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী তানজিল সরকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়ার শেরপুর দক্ষিণ থানা শাখার সভাপতি।
তানজিল সরকারের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন তার বাবা ইউসুফ আলী মাস্টার, মা শাপলা খাতুন, বোন উম্মে রোম্মান ও মাত্র ১৫ দিন বয়সী ভাগিনা রাইয়ান। গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে দেয়। এরপর ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লক্ষ টাকা, ৫টি মোবাইল ফোন, জমির দলিলপত্র ও ব্যাংকের চেকসহ মূল্যবান কাগজপত্র লুট করে নেয়।
বর্তমানে ভুক্তভোগী সবাই শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তানজিল সরকার জানান, “ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত। আমরা কিছু বোঝার আগেই সব শেষ হয়ে গেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। থানায় অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে। আমরা আইনের সহায়তা চাই।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় ডাকাতি ও চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ইতোমধ্যেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শেখ ফরিদ