
ছবি: সংগৃহীত
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা অসিত মোদক (৮৩) স্যার আর নেই। তিনি শনিবার রাত ১১ টা ৩৫ মিনিটে শহরের কালীবাড়ি সড়কের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার সকালে তার বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। এ সময় কেশবপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজ উপস্থিত ছিলেন। পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার বড় ছেলে সরকারের অডিট ডিপার্টমেন্টে খুলনায় চাকরি করেন। ছোট ছেলে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন।
সোমবার বেলা পাঁচটায় শহরের কুঠিবাড়ি শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
রিফাত