ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলায় ভোলা–লক্ষ্মীপুরসহ ১০ নৌরুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল শুরু

ভোলায় কমতে শুরু করেছে জোয়ারের পানি

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ২১:৫৭, ২৭ জুলাই ২০২৫

ভোলায় কমতে শুরু করেছে জোয়ারের পানি

ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত চার দিন ধরে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।

আজ রবিবার (২৭ জুলাই) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সকালে ভোলার ইলিশা ফেরিঘাটসহ নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এ সময় ফেরিঘাটের চলাচলের পথসহ গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

তবে গত দুই দিনের তুলনায় আজ পানির চাপ কমতে শুরু করেছে। সকাল ও বিকেল—দুই বেলা জোয়ার এলে এখনো বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জোয়ারের পানিতে অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে। কাঁচা ঘরবাড়ি, ভিটেমাটি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে।

এদিকে সমুদ্রবন্দরগুলো থেকে তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলায় ভোলা–লক্ষ্মীপুরসহ ১০টি নৌরুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর ভোলা নদীবন্দরের পরিবহন পরিদর্শক মো. জসিম উদ্দিন।

ভোলার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, সর্বশেষ পর্যবেক্ষণে মেঘনা নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা গত দুই দিনের তুলনায় কিছুটা কম।

এদিকে পানি উন্নয়ন বোর্ড, ভোলা ডিভিশন-২–এর নির্বাহী প্রকৌশলী আসফা উদদৌলা জানান, চরফ্যাশন উপজেলার খেজুরগাছিয়া এলাকায় ২৫০ মিটার ক্ষতিগ্রস্ত বাঁধ ঠিকাদার মেরামত করছেন।

ইমরান

×