ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মরা গরুর মাংস খুলনার হোটেল-রেস্তোরাঁয়! সাতক্ষীরায় ধরা পড়ল কুখ্যাত চক্র

প্রকাশিত: ২০:০৪, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ২০:০৬, ২৭ জুলাই ২০২৫

মরা গরুর মাংস খুলনার হোটেল-রেস্তোরাঁয়! সাতক্ষীরায় ধরা পড়ল কুখ্যাত চক্র

ছবি:সংগৃহীত

সাতক্ষীরা থেকে মরা গরু সংগ্রহ করে তা খুলনায় নিয়ে গিয়ে মাংস কেটে বিক্রি করত একটি সংঘবদ্ধ চক্র। সেই মাংস সরবরাহ হতো খুলনার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয়। দীর্ঘদিন ধরে এই অনৈতিক ও স্বাস্থ্যহানিকর কাজ চালিয়ে আসছিল চক্রটি। সম্প্রতি সাতক্ষীরায় এলাকাবাসীর তৎপরতায় ধরা পড়ে যায় এদের একাংশ।

ঘটনার বিস্তারিত

শনিবার রাতের দিকে সাতক্ষীরা সদরের বাইপাস সড়ক এলাকায় হঠাৎই হইচই পড়ে যায়। স্থানীয়দের কাছে আগে থেকেই খবর ছিল যে, একটি চক্র মরা গরু খুলনায় পাঠিয়ে মাংস বিক্রি করছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার রাতে এলাকাবাসী ওঁৎ পেতে থাকে। রাতেই মরা গরুসহ একটি পিকআপ ভ্যান আটক করে তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পুলিশ পিকআপ চালক কারিমুল ও গরু ব্যবসায়ী নাসির উদ্দিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, জেলার বিভিন্ন স্থান থেকে মরা গরু সংগ্রহ করে খুলনার চুকনগরে নিয়ে যাওয়া হতো। সেখানে মাংস কেটে সরবরাহ করা হতো খুলনার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয়।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, মরা গরুর শরীরে কোনো রক্ত ছিল না, ছিল দুর্গন্ধ ও পচা গলা অবস্থা। গরুর পেট ছিল ফুলে ওঠা, যা থেকে বোঝা যায় অনেক আগেই মারা গেছে। এই চক্রের মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করা হচ্ছিল।

আইনি ব্যবস্থা

ঘটনার প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী আটক দুইজনকে ২৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি এক মাসের জন্য গরু ব্যবসা করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চক্রের হোতারা

আটককৃতরা জানায়, সাতক্ষীরার কামালনগরের জুয়েল কসাই ও খুলনার ডুমুরিয়ার রবি কসাই এই চক্রের মূল হোতা। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

প্রশাসনের বক্তব্য

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি গুরুতর অপরাধ। জনগণের স্বাস্থ্যের সঙ্গে এমন ছিনিমিনি খেলা কোনভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
 

তথ্যসূত্রঃ https://youtu.be/9RefvM5U-FU?si=7a6JxBCiwKglYJDg

 
 

মারিয়া

×