
ছবি: সংগৃহীত।
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান পরিচালনার অভিযোগে জেলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) সহ চার কর্মকর্তাকে এক মাস করে সিভিল কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলার তৎকালীন ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম।
রায়ে বলা হয়েছে, দেওয়ানি মামলা নং ১-৪/৬-১৩ এর ১ থেকে ৪ নম্বর বিবাদী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অভিযানে অংশ নিয়েছেন। মামলার ধার্য দিনে তাঁরা আদালতে হাজির হননি, ফলে তাঁদের অনুপস্থিতিতেই একতরফা রায় ঘোষণা করা হয়। অভিযুক্তরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীর জমি ফেরত না দিলে, আদালতের মাধ্যমে জোরপূর্বক দখল বুঝিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি চৌধুরী বাজারের খোয়াই মুখ এলাকায় আব্দুল হামিদের মালিকানাধীন জমিতে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। সে সময় সেখানে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে ঘরবাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ২০০৮ সালের ১০ আগস্ট ভুক্তভোগী আব্দুল হামিদ আদালতে মামলা করেন।
দীর্ঘ ১৭ বছর পর এই মামলার রায়ে আদালত বলেছেন, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সাজার কার্যকর করতে হবে। সেই সঙ্গে জমির প্রকৃত মালিক আব্দুল হামিদকে দখল বুঝিয়ে দিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে (এসপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ২১ দিনের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
নুসরাত