
নরসিংদীর রায়পুরায় গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি প্রয়াত আব্দুল মতলেব ভূঞার ৫৪তম শাহাদতবার্ষিকী।মতলেব-মেহের ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমে থানা হাটি কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে মেহের হাউজে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য ও মতলেব-মেহের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেখার আহমেদ ভূঞা (ইতু)। তিনি বলেন, “আব্দুল মতলেব ভূঞা একজন দেশবরেণ্য পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন। তার রাজনৈতিক কর্মপ্রচেষ্টা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আজও এলাকাবাসীর স্মৃতিতে গাঁথা রয়েছে। তিনি রায়পুরায় পিটিআই, কলেজ, মাদ্রাসাসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও অবকাঠামো নির্মাণে ভূমিকা রেখেছেন। তার মতো একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক আজকের প্রজন্মের জন্য অনুকরণীয়।”
তিনি আরও বলেন, তাঁর জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও ন্যায়ের পক্ষে লড়াইয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনীতিতে তিনি শুধু নেতৃত্ব দেননি, প্রকৃত অর্থে কর্মী তৈরি করেছেন, এবং আমৃত্যু জনসেবায় আত্মনিয়োগ করেছিলেন। জেল-জুলুমেও পিছপা হননি তিনি। আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক বশির আহম্মদ মোল্লা, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শাহেদ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এরশাদ গাজী, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সমন্বয়ক সামসুর রহমান জয়, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক মিয়া সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। শাহাদতবার্ষিকীর এই আয়োজন ছিল প্রজন্ম থেকে প্রজন্মে আব্দুল মতলেব ভূঞার স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনন্য উদ্যোগ।
আঁখি