ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

গ্রেপ্তার হওয়া আ. লীগের সাবেক মন্ত্রী আমুর ওজন কমার ‘গোপন রহস্য’ জানালেন সাংবাদিক ইলিয়াস!

প্রকাশিত: ০১:২৩, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ০১:২৭, ২৮ জুলাই ২০২৫

গ্রেপ্তার হওয়া আ. লীগের সাবেক মন্ত্রী আমুর ওজন কমার ‘গোপন রহস্য’ জানালেন সাংবাদিক ইলিয়াস!

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে রসঘন এক পোস্টে আলোচনার জন্ম দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তার সাম্প্রতিক এক ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে ঘিরে কটাক্ষ ভরা ব্যঙ্গ উঠে এসেছে।

ইলিয়াস হোসেন তার পোস্টে লিখেছেন— “দিনের পর দিন ডায়েট, ব্যায়াম, খাবার নিয়ন্ত্রণ করেও ওজন কমছে না? হতাশ হয়ে আছেন? বরিশালের বিস্ময় মানব উন্মোচন করলেন সেই গোপন রহস্য, যা বদলে দিয়েছে তার জীবন!”

এই কথার সঙ্গে তিনি আমির হোসেন আমুর দুটি ছবি যুক্ত করেছেন—একটি পুরোনো সময়ের এবং একটি বর্তমান সময়ের। যেখানে দেখা যায়, ৫ই আগস্টের পর সময়ের ব্যবধানে গ্রেপ্তারকৃত আমুর শারীরিক গঠন ও স্বাস্থ্য ব্যাপকভাবে অবনতি হয়েছে। ইঙ্গিতপূর্ণ এই পোস্টে ব্যায়াম বা ডায়েটের পরিবর্তে কারাজীবনকেই ওজন কমানোর আসল কারণ হিসেবে ব্যঙ্গ করা হয়েছে। 

ইলিয়াস হোসেনের এই বক্তব্য সরাসরি না বললেও, তার সাবলীল ব্যঙ্গভাষা রাজনৈতিক ইঙ্গিত বহন করে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

রিফাত

×