
ছবি: দৈনিক জনকন্ঠ
পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, লাঠিপেটা করেছে—তা সহ্য করা কঠিন। শিক্ষার্থীদের অভিজ্ঞতা শুনে বলা যায় এই আন্দোলন কেবল তাৎক্ষণিক কোনো ক্ষোভ নয়, বরং এটা একটি চিন্তাশীল, আদর্শ নির্ভর প্রতিবাদ। রাজপথে শিক্ষার্থীদের অকুতোভয় এবং সংগ্রাম প্রমাণ করে তাদের শিক্ষা, চেতনা ও সাহস সবকিছুতেই ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদর্শের প্রতিফলন।"
জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ” উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আখতার (মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়) । বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রবিবার (২৭ জুলাই) সকাল ১১:০০টার সময় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে গবি শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আন্দোলনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা সংকট এবং লড়াইয়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। এসময় জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়া ৯জন শিক্ষার্থীকে সম্মাননা ও উত্তরীয় প্রদান করেন মাননীয় উপদেষ্টা।
জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, 'জুলাই আন্দোলনে গবি শিক্ষার্থীদের স্মৃতি এবং অভিজ্ঞতা শুনে আপ্লুত হয়েছি। পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, লাঠিপেটা করেছে—তা সহ্য করা কঠিন। শিক্ষার্থীদের অভিজ্ঞতা শুনে বলা যায় এই আন্দোলন কেবল তাৎক্ষণিক কোনো ক্ষোভ নয়, বরং এটা একটি চিন্তাশীল, আদর্শ নির্ভর প্রতিবাদ। রাজপথে শিক্ষার্থীদের অকুতোভয় এবং সংগ্রাম প্রমাণ করে তাদের শিক্ষা, চেতনা ও সাহস সবকিছুতেই ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদর্শের প্রতিফলন।"
তিনি আরও বলেন, "আমরা ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। এই কাঠামোর বিরুদ্ধে লড়াইটা আমাদের সবার। আমাদের সাথে পুরো বিশ্ব জড়িয়ে আছে। আমাদের আন্তর্জাতিক রাজনীতি, প্রতিবেশী রাষ্ট্র, সাম্রাজ্যবাদ—সবকিছুর প্রতি সতর্ক থাকতে হবে। সামনের দিনগুলো হয়তো আরও কঠিন হতে পারে। আমরা একসঙ্গে নতুন একটি বাংলাদেশ গড়ব।"
জুলাই আন্দোলনের শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছিলো তখন তাদের পাশে সর্বপ্রথম দাড়ায় আমাদের শিক্ষার্থীরা। অন্যায়ের বিরুদ্ধে গবি শিক্ষার্থীরা সর্বদাই সোচ্চার। ভবিষ্যতেও তাদের এ লড়াই জারি থাকবে বলে আশাকরি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের প্রবেশদ্বার সংলগ্ন শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অপসারণ করার বিষয়ে ট্রাস্টি বোর্ডের কাছে জানানো হবে। গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণ পুরুষ ডঃ জাফরুল্লাহ চৌধুরী আদর্শ, দর্শন এবং লক্ষ বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো।'
আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সভাপতি কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, 'জুলাই আন্দোলনে শহীদদের জীবনের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, ফিরে পেয়েছি বাক স্বাধীনতা। সরকারের কাছে আমাদের অনেক দাবিদাওয়া থাকে। সবসময় যৌক্তিক দাবি করার চেষ্টা করবো। মুগ্ধ, আবু সাঈদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবেনা। সুন্দর দেশ গড়তে সকলের ভূমিকা রাখতে হবে।'
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই আন্দোলনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এ-সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফারুক