ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

রামগঞ্জে হস্তান্তরের আগেই মডেল মসজিদে ধরছে ফাটল,আতঙ্কে মুসল্লিরা

শাহে ইমরান, কন্ট্রিবিউটিং রিপোর্টার,রামগঞ্জ, লক্ষ্মীপুর 

প্রকাশিত: ০১:১৮, ২৮ জুলাই ২০২৫

রামগঞ্জে হস্তান্তরের আগেই মডেল মসজিদে ধরছে ফাটল,আতঙ্কে মুসল্লিরা

লক্ষ্মীপুরে রামগঞ্জে হস্তান্তর না হতেই উপজেলা মডেল মসজিদ জুড়ে দেখা দিয়েছে শত শত ফাটল। বিভিন্ন অংশের ভেতর ও বাইরের দেয়ালে ফাটল স্থানীয়দের নজরে আসে। আর ছাদ চুঁইয়ে ঝরছে পানি। চরম অব্যবস্থাপনায় নির্মিত মসজিদটির ফাটলগুলোয় পুডিং দিয়ে ঢাকার প্রচেষ্টায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছে নির্মাণ শ্রমিকরা। এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মধ্যে চরম ক্ষোভের দেখা দিয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ ধরনের ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সূত্রে জানা যায়, দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাদা ওয়ার্ডে ৪৩শতক সম্পত্তিতে ১৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে মেসার্স জুভেন্টার্স ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান মসজিদটির নির্মাণকাজ শুরু করে। শর্ত মোতাবেক নির্মাণকাজ শুরুর পরবর্তী ২বছরের মধ্যে মসজিদটি বুঝিয়ে দিতে হবে। কিন্তু দায়িত্বশীল প্রতিষ্ঠান লক্ষ্মীপুর পিডব্লিউডির অবহেলায় তা আর হয়ে উঠেনি। 

রোববার (২৭) জুলাই সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় মসজিদ জুড়েই শত শত ফাটল। এসময় ছাদ চুঁইয়ে পানি ঝরতেও দেখা যায়।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জুভেন্টার্স ইন্টারন্যাশনালের প্রোফাইটর ইসতিয়াক আহম্মেদ জানান, মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে ৭মাস পূর্বে। মসজিদে ফাটলের ব্যাপারে তিনি জানান ওগুলো আস্তরের। যতটুকু সম্ভব আস্তর, পুডিং এবং রং দিয়ে ঠিক করে দেওয়া হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ জানান, মডেল মসজিদ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা বুঝে নিবো না।

Mily

×