ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

‘থ্রি ইডিয়টস’ খ্যাত বলিউড অভিনেতা শারমান যোশির সঙ্গে তানজিন তিশা!

প্রকাশিত: ০৪:১০, ২৮ জুলাই ২০২৫

‘থ্রি ইডিয়টস’ খ্যাত বলিউড অভিনেতা শারমান যোশির সঙ্গে তানজিন তিশা!

ছ‌বি: সংগৃহীত

‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শারমান যোশির বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। তাদের একসঙ্গে দেখা যাবে টালিউডের নতুন সিনেমা ভালোবাসার মরসুম-এ।

সিনেমাটির পরিচালক এম এন রাজ এবং কাস্টিং ডিরেক্টর শরিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, গত সপ্তাহেই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তানজিন তিশা।

এই রোমান্টিক গল্পভিত্তিক সিনেমায় শারমান ও তিশার চরিত্রের নাম যথাক্রমে আবির ও হিয়া। তাদের সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের খায়রুল বাশার ও কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়।

গল্প অনুযায়ী, শারমান যোশি থাকছেন একজন অধ্যাপকের চরিত্রে, আর তানজিন তিশা অভিনয় করবেন তার ছাত্রী হিসেবে। কলেজ জীবনের প্রেম, বন্ধুত্ব ও পারিবারিক জীবনের টানাপোড়েন ঘিরেই এগোবে সিনেমার কাহিনি।

চরিত্রের ঘনিষ্ঠতায় দেখা যাবে—একসময় শারমানের অতীত জীবনে প্রেম ছিল সুস্মিতার সঙ্গে। কিন্তু সময়ের বিবর্তনে শেষ পর্যন্ত সে বিয়ে করে হিয়াকে, অর্থাৎ তিশাকে। গল্পে নাটকীয় মোড় তৈরি হবে খায়রুল বাশারের চরিত্রের আগমনে।

সিনেমাটি নিয়ে শারমান যোশি বলেন, “আমি সত্যজিৎ রায়ের বড় ভক্ত। বাংলা সিনেমা নিয়মিত দেখি। এর আগে 'ভূতের ভবিষ্যৎ'-এর হিন্দি রিমেকে কাজ করেছি। তবে এবার সরাসরি বাংলা সিনেমায় কাজ করতে পেরে দারুণ রোমাঞ্চিত।”

এদিকে তানজিন তিশার প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সিনেমাটির অভিনয়শিল্পীদের নামের অফিশিয়াল ঘোষণা আসছে আগামী ৩০ জুলাই। মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার শুটিং শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। টানা ২৩ দিনের শুটিং শেষে আগামী বছরের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এম.কে.

×