
ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবি আপলোড করার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এখন পর্যন্ত ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে, গ্যালারি থেকে বেছে নিয়ে কিংবা এআই ইমেজ ফিচার ব্যবহার করে প্রোফাইল ছবি সেট করতে পারেন। তবে শিগগিরই ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরাসরি প্রোফাইল ছবি সেট করার সুযোগ মিলতে পারে।
ডিজিটাল প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট WABetaInfo সম্প্রতি এক স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে দেখা গেছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণের প্রোফাইল মেনুতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ছবি আনার জন্য দুটি নতুন অপশন যুক্ত হয়েছে।
কীভাবে কাজ করবে নতুন এই ফিচার?
এই ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা WhatsApp-এর সঙ্গে সংযুক্ত ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরাসরি প্রোফাইল ছবি এনে সেট করতে পারবেন। তবে এটি ঐচ্ছিক এবং ডিফল্টভাবে বন্ধ থাকবে। অর্থাৎ ব্যবহারকারীর অনুমতি ছাড়া এটি সক্রিয় হবে না।
WABetaInfo আরও জানায়, হোয়াটসঅ্যাপকে মেটা-এর Account Center-এর সঙ্গে যুক্ত করে এই ফিচার ব্যবহারের সুযোগ থাকবে। তবে এতে হোয়াটসঅ্যাপ-এর গোপনীয়তা নীতিতে কোনো প্রভাব পড়বে না, এমনটাই জানিয়েছে তারা।
এখনই কি সবার জন্য উন্মুক্ত?
এই ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ (২.২৫.২১.২৩)-এ আংশিকভাবে চালু করা হয়েছে। তবে সব ব্যবহারকারীর জন্য কবে উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রযুক্তিবিদদের মত
বিশেষজ্ঞরা বলছেন, মেটার অধীনস্থ অ্যাপগুলোর মধ্যে সংযোগ আরও দৃঢ় করতেই এই পদক্ষেপ। এতে ব্যবহারকারীরা এক প্ল্যাটফর্মে দেওয়া তথ্য অন্য প্ল্যাটফর্মেও সহজেই ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, যারা সব প্ল্যাটফর্মে একই ছবি ব্যবহার করতে চান, তাদের জন্য এটি সুবিধাজনক হবে।
সূত্র: https://www.gsmarena.com/whatsapp_profile_photo_import_facebook_instagram_android_beta_users-news-68780.php
রাকিব