
ছবি: প্রতীকী
অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন এক সাইবার হুমকি সম্পর্কে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। ‘ফ্যান্টম হ্যাকার’ নামের এই প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীদের পুরো ব্যাংক হিসাব, সঞ্চয়, অবসরকালীন অর্থ কিংবা বিনিয়োগের টাকাও খোয়া যেতে পারে বলে জানানো হয়েছে।
এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস শাখা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগে টুইটার) পোস্ট দিয়ে এই হুঁশিয়ারি জানায়। তারা বলেছে, প্রতারকরা একযোগে প্রযুক্তিগত সহায়তা, ব্যাংক ও সরকারি সংস্থার ভুয়া পরিচয়ে তিন ধাপে আক্রমণ করে ব্যবহারকারীদের বিশ্বাস অর্জন করে এবং বিপুল অর্থ হাতিয়ে নেয়।
কীভাবে প্রতারণা চালায় ‘ফ্যান্টম হ্যাকার’?
এফবিআই জানায়, প্রতারণাটি তিন ধাপে পরিচালিত হয়:
১ম ধাপ:
প্রতারক নিজেকে প্রযুক্তি সহায়তা বা ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ফোন করে। সে জানায়, ভুক্তভোগীর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে। এরপর একটি লিংক পাঠিয়ে রিমোট অ্যাকসেস সফটওয়্যার ইনস্টল করতে বলে এবং নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেয়।
২য় ধাপ:
এরপর আরেকজন প্রতারক ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে জানায়, বিদেশি হ্যাকাররা তার ব্যাংক অ্যাকাউন্টে হানা দিয়েছে। নিরাপদ রাখতে তাকে ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ’ বা অন্য কোনো সরকারি সংস্থার অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়।
৩য় ধাপ:
এই ধাপে আরেক প্রতারক ‘সরকারি কর্মকর্তা’ সেজে নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট নম্বর দেয় এবং সেখানে টাকা পাঠাতে চাপ দেয়।
কেন আবার এই সতর্কতা?
এফবিআই প্রথম এই প্রতারণার ব্যাপারে ২০২৩ সালের সেপ্টেম্বরেই সতর্ক করেছিল (অ্যালার্ট নম্বর: I-091223-PSA)। তবে চলমান হুমকির গুরুত্ব বিবেচনায় তারা আবারো বিষয়টি সামনে এনেছে।
এফবিআই বলছে, এই প্রতারণার শিকার হলে একজন ভুক্তভোগীর সম্পূর্ণ ব্যাংক সঞ্চয়, অবসরভাতা ও বিনিয়োগ খোয়া যেতে পারে।
সুরক্ষিত থাকতে কী করবেন?
এ ধরনের কোনো সন্দেহজনক ফোনকল বা লিংক পেলে সঙ্গে সঙ্গে এড়িয়ে চলুন। কোনো ধরনের ব্যক্তিগত তথ্য বা ব্যাংক তথ্য শেয়ার করবেন না। এছাড়া, আমেরিকার নাগরিকদের জন্য এফবিআই ভুক্তভোগীদের নিজ নিজ স্থানীয় এফবিআই কার্যালয় অথবা www.ic3.gov ওয়েবসাইটে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে।
সতর্ক থাকুন—সামান্য অসাবধানতাই কেড়ে নিতে পারে আপনার ব্যক্তিগত তথ্য ও জীবনের সব সঞ্চয়।
সূত্র: ফোর্বস।
রাকিব