ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

বাঁদরের খেলার বলি নিরীহ ভক্ত!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ২৮ জুলাই ২০২৫

বাঁদরের খেলার বলি নিরীহ ভক্ত!

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের বারাবাংকির আওসানেশ্বর মন্দির প্রাঙ্গণে সোমবার (২৮ জুলাই) সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি পুরনো বৈদ্যুতিক তারে বাঁদরের টান দেওয়ার ফলে তা ছিঁড়ে পড়ে একটি টিনশেডের ওপর। এই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুরু হয় হুলস্থুল পরিস্থিতি, যার জেরে অন্তত দুজনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ২৯ জন।

জেলা ম্যাজিস্ট্রেট শশাঙ্ক ত্রিপাঠী নিশ্চিত করেন, একটি পুরনো বৈদ্যুতিক তার বাঁদরের টানেই ছিঁড়ে পড়ে এবং মন্দিরে উপস্থিত ভক্তদের গায়ে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেকে চমকে যান এবং দৌড়াদৌড়ি শুরু হলে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়।

বারাবাংকি পুলিশ জানায়, তার ছিঁড়ে পড়ার পরপরই ঘটনাস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়। আহতদের মধ্যে ২৯ জনকে হায়দারগড় কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) ভর্তি করা হয়, যাদের মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করা হয়।

আহতদের মধ্যে ১০ জনকে ট্রিবেদিগঞ্জ সিএইচসি-তে স্থানান্তর করা হয়েছে এবং একজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দ্রুত উদ্ধারকাজ চালাতে এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

মুমু ২

×