ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

ডেকে নিয়ে ‘বন্ধুকে’ মারধরের অভিযোগ উঠলো তাসকিনের বিরুদ্ধে!

প্রকাশিত: ১৫:০২, ২৮ জুলাই ২০২৫

ডেকে নিয়ে ‘বন্ধুকে’ মারধরের অভিযোগ উঠলো তাসকিনের বিরুদ্ধে!

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক যুবককে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, রোববার (২৭ জুলাই) মিরপুর-১ এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাতেই থানায় অভিযোগ দায়ের করেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি, যিনি নিজেকে তাসকিনের পূর্বপরিচিত বা বন্ধু বলে দাবি করেছেন।

থানার একজন কর্মকর্তা সরাসরি মন্তব্য করতে রাজি না হলেও, একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জিডিতে সৌরভ অভিযোগ করেন, তাসকিন তাকে ফোনে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন।

 

শিহাব

×