ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি দায়ের

প্রকাশিত: ১৪:৫৫, ২৮ জুলাই ২০২৫

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি দায়ের

ছবি: সংগৃহীত।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাজধানীর মিরপুর-১ এলাকায় এ ঘটনা ঘটে। এরপর রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ।

এ বিষয়ে থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও, মিরপুর থানা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, অভিযোগটি সত্য এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

জিডিতে বলা হয়, তাসকিন আহমেদ সৌরভকে ফোনে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। থানার সূত্র আরও জানায়, তাসকিন ও সৌরভ পূর্বে বন্ধু ছিলেন।

এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্রিকেটাঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জাতীয় দলের একজন ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগে হতবাক অনেকে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তবে তাসকিনের মতো পরিচিত মুখের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ভক্ত-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রসঙ্গত, তাসকিন আহমেদ সম্প্রতি ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন।

নুসরাত

×