
ছবিঃ সংগৃহীত
ক্যান্সার মানেই আতঙ্ক। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ক্যান্সারের বিস্তর আলোচনা হলেও ‘হার্ট ক্যান্সার’ কথাটি বেশ অচেনা। কিন্তু আদৌ কি হৃদপিণ্ডে ক্যান্সার হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন এক চমকপ্রদ তথ্য।
‘লাইভ সায়েন্স’-এ প্রকাশিত প্রতিবেদনে মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞ ও গবেষক জুলি ফিলিপ্পি জানিয়েছেন, হৃদপিণ্ডে ক্যান্সার হওয়ার ঝুঁকি একেবারেই ক্ষীণ। প্রতি ১০ হাজারে মাত্র ৩ জনের মধ্যে এই রোগ দেখা যায়। এর কারণ হিসেবে উঠে এসেছে, হার্ট কোষ খুব ধীরে বিভাজিত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তন হয় না। ফলে কোষ বিভাজনের অনিয়ম থেকে যে ক্যান্সারের জন্ম হয়, তা হৃদপিণ্ডে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক কম।
গবেষণায় আরও উঠে এসেছে, হৃদপিণ্ড শরীরের এমন এক গভীর ও সুরক্ষিত স্থানে অবস্থান করে যেখানে ক্যান্সার সৃষ্টিকারী বাহ্যিক কারণ পৌঁছানো দুরূহ। তাই এই গুরুত্বপূর্ণ অঙ্গটি ক্যান্সারের ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ থাকে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদিও হার্টে ক্যান্সার হয় খুবই কম, তবু এটি একেবারে অসম্ভব নয়। শরীরের অন্য কোনো অঙ্গ থেকে ক্যান্সার ছড়িয়ে হৃদপিণ্ডে পৌঁছাতে পারে — একে বলা হয় মেটাস্ট্যাটিক ক্যান্সার।
তাই শরীরের প্রতি সচেতন থাকুন, হৃদপিণ্ডের যত্ন নিন। আর কোনো অস্বাভাবিক উপসর্গ থাকলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
ডিসক্লেমার: এই প্রতিবেদনটি গবেষণালব্ধ তথ্য ও বিশেষজ্ঞ মতামতের উপর ভিত্তি করে তৈরি। স্বাস্থ্য সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
সূত্রঃ আনন্দ বাজার
ইমরান