ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধর ও হুমকির গুরুতর অভিযোগ, তদন্ত শুরু করেছে বিসিবি

প্রকাশিত: ০১:৫৬, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ০৮:০৪, ২৯ জুলাই ২০২৫

তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধর ও হুমকির গুরুতর অভিযোগ, তদন্ত শুরু করেছে বিসিবি

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। ২৬ জুলাই রাতে রাজধানীর মিরপুর-১ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনার পর সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যদিও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এ বিষয়ে বলেন,
“আমি আজ সকালে মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। আমাদের কর্মকর্তারা, যেমন আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাই (নাজমুল আবেদিন) বিষয়টি দেখেছেন। ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে। যদি ঘটনা সত্য হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। আইকন প্লেয়ারদের এমন ঘটনায় জড়ানো অনভিপ্রেত। পুরো বিষয়টি না জেনে এর বেশি কিছু বলতে চাই না।”

জিডি অনুযায়ী, তাসকিন আহমেদ পরিকল্পিতভাবে সৌরভকে একটি নির্দিষ্ট স্থানে ডেকে নিয়ে মারধর করেন এবং হুমকি দেন। পুলিশ সূত্র জানায়, তাসকিন ও সৌরভ আগে থেকে পরস্পরের পরিচিত ছিলেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

ঘটনা সম্পর্কে জানতে তাসকিন আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি তার বাবা আবদুর রশিদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তাসকিন। মাঠে প্রশংসা কুড়ানো এই পেসার এখন এক গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছেন মাঠের বাইরের এক ঘটনায়।

 
 

রিফাত

×