ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার তাসকিনের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৩, ২৯ জুলাই ২০২৫

বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার তাসকিনের

তাসকিন আহমেদ

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক তরুণ। মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জও জিডির বিষয়টি স্বীকার করেছেন। নিজেকে তাসকিনের বন্ধু দাবি করা ওই তরুণের নাম সিফাতুর রহমান সৌরভ। মিরপুরে সনি সিনেমা হলের সামনে রবিবার রাতে ঘটে এই ঘটনা। তাসকিন নাকি সে সময় মদ্যপ ছিলেন।

সৌরভের অভিযোগে বলা হয়েছে, তাকে ফোনে ডেকে নেন তাসকিন। পরে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। তবে বিষয়টি অস্বীকার করে উল্টা তারই এক বন্ধুকে ওরা (সৌরভ) মারধর করেছে বলে অভিযোগ করেছেন তাসকিন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন। আমি ওদের মারিনি। আমার নামে মিথ্যা জিডি করে ওরা আমাকে বিব্রত করার চেষ্টা করছে। রসি নামে আমার একজন বন্ধু আছে, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম। পুলিশ গিয়ে ওদের মোহাম্মদপুরে খুঁজেছে। এ জন্য এরা উল্টা আমার নামে জিডি করেছে।’ বলেন জাতীয় দলের এ তারকা পেসার।
নিজেকে তাসকিনের বাল্যবন্ধু দাবি করে সৌরভ অভিযোগ করেন, কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁকে মারধর করেন তাসকিন। প্রায়শ একসঙ্গে কাছের বন্ধু-বান্ধবদের সঙ্গে যে তাসকিনকে আড্ডা দিতে দেখা যায়, তাঁর বিরুদ্ধে হঠাৎ কেন এমন অভিযোগ? আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর কাটিয়ে দেওয়া ৩০ বছর বয়সী পেসার বলেন, ‘এখন তো (ওদের সঙ্গে) মিশি না আমরা। আগে মিশতাম একটা সময়।’ তাসকিনের দাবি, মেশেন না বলেই এমন অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে তাসকিন মদ্যপ অবস্থায় গাড়িতে উঠিয়ে বন্ধুর চোখেমুখে ঘুষি মেরেছেন। এর উত্তরে বাংলাদেশের পেসার বলেন, ‘আরে না, না। মিথ্যা কথা।’ বন্ধুকে মারধরের ঘটনা গণমাধ্যমে প্রচার হওয়ার পর মিরপুর থানায় যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তাসকিন। তিনি বলেন, ‘এই মাত্র (সোমবার দুপুরে) মিরপুর থানার ওসির সঙ্গেও কথা হয়েছে। যাচাই-বাছাই করেন। কোনো সমস্যা নেই। তারা যে মিথ্যা অভিযোগ আমার নামে দিল, এখন তারাই তো ভয় পাচ্ছে। তারা থানার সামনে দাঁড়িয়ে আছে। পুলিশের মাধ্যমে ফোন দিয়ে বলছে যে... ঘটনা তো ঘটেছে আমার বন্ধুর সঙ্গে।

দেখা হয়েছে। আমার এক বন্ধুর সঙ্গে তারা হাতাহাতি করেছে। মোহাম্মদপুর থানায় যখন ফোন দিলাম, তখন উল্টা মিরপুর থানায় অভিযোগ করেছে।’ বিষয়টি নিয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘বাল্যবন্ধুর সঙ্গে তাসকিনের হাতাহাতি হয়েছে। এটা নিয়ে তার বন্ধু মিরপুর মডেল থানা একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
তাসকিনের বিরুদ্ধে মারধরের ঘটনা প্রচার হওয়ার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এই ব্যাপারে বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘মিডিয়াতে সকালে নিউজটা দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাই দেখেছেন। এটা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে, তা হলে খুব দুঃখজনক। আইকন প্লেয়ারের এসবে জড়ানো উচিত নয়।

আমি এ ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না।’ বোর্ডের প্রভাবশালী এ পরিচালক আরও বলেন, ‘বুলবুলের অধীনে আমাদের বোর্ড নৈতিকতার ব্যাপারে খুবই কঠোর। সুতরাং যেখান থেকে যে ধরনের অভিযোগ আসুক সেটি সিরিয়াসলি খদিয়ে দেখা হবে।’ পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ শেষে আপাতত গোটা জাতীয় দলই ছুটিতে আছে। দারুণ ছন্দে থাকা ডানহাতি এই তারকা পেসার সর্বশেষ দেশের হয়ে মাঠে নামেন গত ২৪ জুলাই। প্রায় এক যুগের ক্যারিয়ারে ১৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা তাসকিনের বিরুদ্ধে কখনোই তেমন কোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠেনি।

প্যানেল হু

×