ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

পৃথিবী থেকে দূরত্ব মাত্র ৩৫ আলোকবর্ষ, নতুন গ্রহে প্রাণের সম্ভাবনা!

প্রকাশিত: ০৮:৩১, ২৯ জুলাই ২০২৫

পৃথিবী থেকে দূরত্ব মাত্র ৩৫ আলোকবর্ষ, নতুন গ্রহে প্রাণের সম্ভাবনা!

ছবি: সংগৃহীত

মহাকাশে প্রাণের খোঁজে এক নতুন আশার আলো দেখা যাচ্ছে। পৃথিবী থেকে মাত্র ৩৫ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্রহে তরল পানির সম্ভাবনা রয়েছে—যা সেখানে প্রাণ থাকার ইঙ্গিতও দিতে পারে।

কানাডার মন্ট্রিয়লের ইউনিভার্সিটি ডে মন্ট্রিয়লের ‘ট্রটিয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ অন এক্সোপ্ল্যানেটস (IREx)’–এর একদল বিজ্ঞানী এই চমকপ্রদ আবিষ্কার করেছেন। তারা জানাচ্ছেন, লাল বামন তারা L 98-59-এর চারপাশে পাঁচটি গ্রহ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে পঞ্চম গ্রহটি—L 98-59 f—বাসযোগ্য অঞ্চলে অবস্থিত।

এর আগে ২০১৯ সালে নাসার TESS টেলিস্কোপ প্রথম এই তারা ঘিরে তিনটি গ্রহ শনাক্ত করে। পরে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ESPRESSO স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে চতুর্থ গ্রহটি আবিষ্কৃত হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো সম্ভাব্য প্রাণবান পঞ্চম গ্রহ।

সুপার-আর্থ L 98-59 f: প্রাণ টিকতে পারে এমন গ্রহ?

এই গ্রহটির ভর পৃথিবীর প্রায় ২.৮ গুণ এবং এটি তার মূল তারা L 98-59-কে একটি প্রায় নিখুঁত গোলাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। গ্রহটি এতটাই উপযুক্ত দূরত্বে রয়েছে যে, সেখানে সূর্যের মতো শক্তি পাওয়া যায়—যা তরল পানির অস্তিত্বের সম্ভাবনা সৃষ্টি করে।

‘এই নতুন ফলাফলগুলো L 98-59 গ্রহব্যবস্থার সবচেয়ে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছে,’ বলেছেন গবেষক কাদিউ। ‘এটি প্রমাণ করে কীভাবে মহাকাশ এবং পৃথিবীভিত্তিক প্রযুক্তি একত্রিত হলে আমরা অভাবনীয় সাফল্য অর্জন করতে পারি।’

জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে খোঁজা হবে পানি ও প্রাণের সম্ভাবনা

বিজ্ঞানীরা বলছেন, যদি L 98-59 f-এর বায়ুমণ্ডল থাকে, তবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (JWST) মাধ্যমে পানি, কার্বন ডাই-অক্সাইড কিংবা প্রাণঘটিত সংকেত শনাক্ত করা সম্ভব হতে পারে।

IREx-এর পরিচালক এবং গবেষক রেনে ডোইওঁ বলেন, ‘এই গ্রহব্যবস্থায় বিভিন্ন ধরণের পাথুরে গ্রহ এবং ভিন্ন গঠনবিশিষ্ট গ্রহের উপস্থিতি আমাদের সামনে নতুন গবেষণার দরজা খুলে দিয়েছে। বিশেষ করে লাল বামন তারাগুলোর চারপাশে গঠিত গ্রহগুলোর বিষয়ে অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে এখানে।’

এক্সোপ্ল্যানেট গবেষণায় নতুন অধ্যায়

এই গবেষণাপত্রটি শিগগিরই The Astronomical Journal-এ প্রকাশিত হতে যাচ্ছে, যার শিরোনাম: ‘Detailed Architecture of the L 98-59 System and Confirmation of a Fifth Planet in the Habitable Zone.’

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×