ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

বিদেশে নারীদের জীবন কতটা নিরাপদ? আতুল্যার মৃত্যুর পর উঠছে বড় প্রশ্ন

প্রকাশিত: ১৬:৫৬, ২৯ জুলাই ২০২৫

বিদেশে নারীদের জীবন কতটা নিরাপদ? আতুল্যার মৃত্যুর পর উঠছে বড় প্রশ্ন

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আত্মহত্যা করা ভারতীয় নারী আতুল্যা শেঠার (৩০)-এর মরদেহ আজ রাত ৮টা ৩০ মিনিটে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে কেরালায় পাঠানো হবে। তার সঙ্গে দেশে ফিরছেন তার বোন ও দুলাভাই।

গত ১৯ জুলাই আতুল্যাকে নিজ অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ফরেনসিক রিপোর্টে মৃত্যুকে আত্মহত্যা বলে নিশ্চিত করা হয়েছে।

আতুল্যার মৃত্যুর পর ভারতে তার স্বামীর বিরুদ্ধে গৃহনির্যাতন, অবৈধ আটকে রাখা, গুরুতর আঘাত এবং যৌতুক আইনে একাধিক মামলা দায়ের হয়েছে। জারি হয়েছে লুকআউট নোটিশও।

জানা গেছে, অতীতে তাদের মধ্যে পারিবারিক ও আইনি বিরোধ ছিল। বিয়ের পর ২০১৪ সালেই স্বামীর বিরুদ্ধে প্রথম মামলা হয়েছিল। শারজাহতে বসবাসের সময় আতুল্যা একাধিকবার পুলিশকে ফোন করলেও কোনো অভিযোগ রেকর্ড হয়নি।

এই ঘটনায় প্রবাসী ভারতীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে। ভারতীয় অ্যাসোসিয়েশন শারজাহ জানিয়েছে, মরদেহ পাঠানোর সব প্রক্রিয়া শেষ হয়েছে এবং ৩০ জুলাই কেরালায় তার শেষকৃত্য হবে।

এই ঘটনার ঠিক এক সপ্তাহ আগেও আরেক ভারতীয় নারী ও তার সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায়। ফলে প্রবাসে নারী ও শিশুদের সুরক্ষা এবং পারিবারিক সহিংসতা নিয়ে উদ্বেগ বেড়েছে।

এ প্রেক্ষাপটে, আগস্ট থেকে শারজাহতে ভারতীয় অ্যাসোসিয়েশনের অফিসে প্রতি শনিবার গোপন কাউন্সেলিং সেশন চালু হচ্ছে, যাতে আগাম সহায়তা পাওয়া যায়।

আইএএস জানিয়েছে, গৃহনির্যাতন, পাসপোর্ট জটিলতা, কর্মসংস্থান বা সন্তানের হেফাজতের মতো ইস্যু হলে তা ভারতীয় কনস্যুলেট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আবির

আরো পড়ুন  

×