ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

জেলেনস্কিকে কোণঠাসা করে ব্যাপক রুশ হামলা, সীমান্তে ২০ ক্রসিং বন্ধের ঘোষণা!

প্রকাশিত: ০১:৪৭, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ০১:৪৯, ৩০ জুলাই ২০২৫

জেলেনস্কিকে কোণঠাসা করে ব্যাপক রুশ হামলা, সীমান্তে ২০ ক্রসিং বন্ধের ঘোষণা!

ইউক্রেন যুদ্ধ এক নতুন ও তীব্র পর্যায়ে প্রবেশ করেছে। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রাশিয়ার ১৫৮টি সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। এই সংঘাতের তীব্রতার মধ্যেই ইউক্রেন নতুন করে আরও ১০ শতাংশ ভূখণ্ড হারিয়েছে, যা প্রেসিডেন্ট জেলেনস্কিকে আরও কোণঠাসা করে তুলেছে।

গত ২৮ জুলাই রুশ সেনারা ইউক্রেনের সামরিক বিমানবন্দর ও শিল্প কারখানায় ব্যাপক হামলা চালায়। যদিও ইউক্রেন দাবি করেছে যে তারা এই হামলা প্রতিহত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা দূরপাল্লার নিখুঁত অস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে, যার মধ্যে ড্যাগার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রও ছিল। রুশ বাহিনী দোনেস্ক অঞ্চলে আরও দুটি নতুন এলাকা দখল করেছে। এছাড়া, ইউক্রেনীয় বাহিনীর ছোড়া একটি হিমারস রকেট এবং ২০৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

অন্যদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যুদ্ধক্ষেত্রে ১৫৮টি সংঘর্ষ হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং কামান বাহিনী রাশিয়ার আটটি সামরিক ঘাঁটি, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম জড়ো করার স্থান, একটি রাডার স্টেশন এবং একটি কামানের ওপর হামলা চালিয়েছে। ইউক্রেনীয় সেনারা বিভিন্ন দিক থেকে রুশ বাহিনীকে আটকে রেখেছে এবং তাদের অগ্রগতি ঠেকিয়ে দিচ্ছে। তারা ২৩৫টি সামরিক ড্রোন ধ্বংস করেছে বলেও দাবি করেছে।

এদিকে, রাশিয়ার একটি আইনি ওয়েবসাইট জানিয়েছে যে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন একটি সরকারি আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশ অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০টি সড়ক ও রেল সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হবে। রাশিয়ার গণমাধ্যম বলছে, এই সীমান্ত ক্রসিংগুলো বর্তমানে এমনিতেই বন্ধ আছে। এ বিষয়ে ইউক্রেন এখনও কোনো মন্তব্য করেনি, তবে মনে করা হচ্ছে এই পদক্ষেপ যুদ্ধের পরিস্থিতিতে নতুন মোড় আনবে।

রাজু

আরো পড়ুন  

×