
ছবি: সংগৃহীত।
বিশ্বের অন্তত ১৪০টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ তালিকায় আছে রাশিয়া, চীন এমনকি সম্প্রতি যুক্তরাজ্য ও ফ্রান্সও ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার। তবে যুক্তরাষ্ট্র এখনও এই সিদ্ধান্ত থেকে দূরে রয়েছে। কেন?
জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৩৮টি ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবুও জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার পথে বড় বাধা যুক্তরাষ্ট্রের ভেটো। কারণ, জাতিসংঘে পূর্ণ সদস্য হতে হলে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ৯টি সমর্থন প্রয়োজন হয়, এবং পাঁচ স্থায়ী সদস্যের কেউ ভেটো দিলে প্রস্তাব বাতিল হয়। আর ফিলিস্তিন প্রশ্নে সবসময়ই ভেটোর ছুরি চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
এর কারণ কয়েকটি—
- ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অগাধ সমর্থন, যাকে মধ্যপ্রাচ্যে নিজের প্রধান মিত্র ও নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে দেখে আমেরিকা।
- ইহুদি লবির শক্তিশালী প্রভাব মার্কিন রাজনীতিতে। প্রেসিডেন্ট নির্বাচন থেকে কংগ্রেস—সবখানেই এ লবির প্রভাব ব্যাপক।
- ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিভাজন: গাজায় হামাস, পশ্চিম তীরে ফাতাহ—এই দ্বন্দ্বকে অজুহাত হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্র।
- মধ্যপ্রাচ্যে কৌশলগত আধিপত্য: ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্রকে অনেক আরব দেশের দাবির মুখে পড়তে হতে পারে—যা তারা এড়িয়ে যেতে চায়।
এই রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতায়, ফিলিস্তিনের স্বপ্ন আজও জাতিসংঘের পূর্ণ সদস্যপদের দরজায় আটকে আছে।
নুসরাত