ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সিঙ্গাপুর-কানাডা সম্পর্ক জোরদার: প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফোনলাপ সিঙ্গাপুরের নেতার

মো: রেজাউল করিম, কন্ট্রিবিউটিং রিপোটার, সিঙ্গাপুর 

প্রকাশিত: ২২:২৬, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ২২:২৭, ৩০ জুলাই ২০২৫

সিঙ্গাপুর-কানাডা সম্পর্ক জোরদার: প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফোনলাপ সিঙ্গাপুরের নেতার

সিঙ্গাপুরের নেতার সাথে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির এক ফলপ্রসূ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় দুই দেশের মধ্যকার উষ্ণ, দীর্ঘস্থায়ী এবং বহুমাত্রিক অংশীদারত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

দুই নেতা উল্লেখ করেন যে, সিঙ্গাপুর ও কানাডা দীর্ঘদিন ধরে শক্তিশালী অর্থনৈতিক বন্ধন ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় উপভোগ করে আসছে। বিশেষ করে, কমপ্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (CPTPP) চুক্তির মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হয়েছে।

আলোচনায় বর্তমান জটিল ও পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিবেশে পারস্পরিক অংশীদারিত্বকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে কানাডা-আসিয়ান মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এগিয়ে নেওয়া এবং CPTPP ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে একযোগে কাজ করে প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনসহ নতুন ও উদীয়মান খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছেন সিঙ্গাপুরের নেতা।

এই ফোনালাপ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

 

রাজু

×