
ছবি: সংগৃহীত
একটি অপটিক্যাল ইলিউশন ইন্টারনেটে ঝড় তুলেছে—এমন একটি ছবিতে লুকিয়ে থাকা চিতাবাঘ খুঁজে বের করাই এই চ্যালেঞ্জের মূল লক্ষ্য। তবে কাজটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ঠিক ততটাই কঠিন।
আমাদের চারপাশে নানা ধরণের ব্রেইন টিজার পাওয়া যায়—কোনোটা অংকের কৌশল পরীক্ষা করে, আবার কোনোটা ভাষার উপর নির্ভর করে তৈরি ধাঁধাঁ। কিন্তু অপটিক্যাল ইলিউশনগুলো একেবারে আলাদা। এগুলো আমাদের দৃষ্টিশক্তি আর মস্তিষ্কের ব্যাখ্যার ক্ষমতার পরীক্ষা নেয়—কীভাবে আমরা চোখের সামনে থাকা কোনো বস্তু খেয়াল না করেও মিস করে যাই।
সম্প্রতি Reddit-এ @Stock_Association_83 নামের একজন ইউজার একটি অপটিক্যাল ইলিউশন শেয়ার করেন। ছবিটিতে দেখা যায় একটি সবুজে ঘেরা জঙ্গলের পথ, যেখানে শুকনো পাতায় ঢাকা মাটি এবং ঘন গাছপালার মধ্যে কোথাও লুকিয়ে আছে একটি চিতাবাঘ। প্রথম দর্শনে মনে হবে এটি নিছকই একটি সাধারণ জঙ্গলপথের ছবি। কিন্তু একটু ভালোভাবে তাকালেই বোঝা যায়—এই দৃশ্যের ভেতরে কোথাও রয়েছে এক সুপ্ত শিকারী।
এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর অনেকেই চেষ্টা করেছেন চিতাবাঘ খুঁজে বের করতে—কিন্তু বেশিরভাগই প্রথমবারে সফল হননি।
এই ধরনের ভিজ্যুয়াল ধাঁধার মূল আকর্ষণই হলো আমাদের চোখ ও মস্তিষ্ককে বিভ্রান্ত করার ক্ষমতা। প্রকৃতিতে চিতাবাঘের মতো প্রাণীরা তাদের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যেতে পারে যে, শিকার কিংবা শিকারি কেউই তাদের সহজে খুঁজে পায় না। এই ক্যামোফ্লাজ আমাদের মস্তিষ্কের ধরা পড়া ধরণকে চ্যালেঞ্জ করে।
এই ছবিতেও তাই হয়েছে—চিতাবাঘের দাগযুক্ত ত্বক এমনভাবে আশেপাশের পাতা ও ছায়ার সঙ্গে মিশে গেছে, যা তাকে খুঁজে বের করাকে রীতিমতো একটি দৃষ্টি-ধাঁধায় পরিণত করেছে।
যদি এখনো খুঁজে না পান, চিন্তার কিছু নেই। অনেকেই প্রথমে লক্ষ্য করতে পারেন না। তবে একবার খুঁজে পেলে আপনি অবাক হবেন—কীভাবে এতক্ষণ চোখের সামনে থেকেও সেটা দৃষ্টি এড়িয়ে গেছে!
আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা প্রখর, সেটা যাচাই করে নিতে এই চ্যালেঞ্জে আপনি অংশ নেবেন তো?
শিহাব